আগামী ৩০ শে মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ১৯৯৯ সালের পর ২০১৯ সালে আবার রানীর দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে।বিশ্বের দশটি দেশ তাদের ফাইনাল প্লেয়ার তালিকা প্রকাশ করে দিয়েছে। দেশসমূহ–অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
১০ দেশই বিশ্বকাপে তাদের সেরা ১৫ জন বেছে নিয়েছে৷ ১৫ এপ্রিল বিশ্বকাপের দল বেছে নিয়েছে ভারত৷ ২৫ এপ্রিল ছিল চূড়ান্ত ১৫ সদস্যের দল বাছাইয়ের শেষ দিন৷ ২৪ তারিখ অর্থাৎ বুধবার শেষ দল হিসেবে ১৫ সদস্যের দল বেছে নিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ৷ এর আগে ৯টি দেশ নির্ধারিত সময়ের অনেক আগে তাদের চূড়ান্ত দল বেছে নেয়৷ এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সেরা ১৫ :-
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা৷