রাজ্য

তালিকায় নতুন সংযোজন -তারাপীঠ মন্দির আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত।


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৯শে মার্চ:—করোনা আতঙ্কে মন্দির বন্ধ রাখার তালিকায় নতুন সংযোজন।। আপাতত ৩১শে মার্চ অব্দি তারাপীঠের মা তারার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো মন্দির কমিটি।। তবে প্রতিদিন যেমন নিত্য পূজা হয়, সেই মোতাবেক পালাদার পূজারী ভোগ আরতি ও শুধু মায়ের সেবা করবেন।। সাধারণ মানুষের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ।।

উল্লেখযোগ্য যে প্রতিদিন বিভিন্ন রাজ্যের প্রায় হাজার খানেক পুণ্যার্থী আসেন এই মন্দিরে।।মন্দিরকে কেন্দ্র করে রাজ্যের মানচিত্রে এক উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এই পীঠস্থান ।। লজ- হোটেল ব্যবসাও চলে রমরমিয়ে।। মন্দিরের সাধারণ সেবাইত বা তাদের সাহায্যকারী অন্যান্য মানুষজন ছাড়াও সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা লজ- হোটেল- দোকানপাট-ভাড়া গাড়ি ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত, তাদের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে এই কয়েক দিনে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।