রাজ্য

বিপর্যয়ের সময় মানুষের সাহায্যে পুরুলিয়ার পাড়া ১নং লোকাল কমিটির ডিওয়াইএফ‌আই ।


রম্যনাথ মাঝি:চিন্তন নিউজ:২৭শে মার্চ:–পুরুলিয়ার পাড়া এলাকার বাগালমারি ও চালুনিয়া গ্রামে গরীব মানুষদেরকে নোভেল করোনা ভাইরাস নিয়ে সচেতন করে মাস্ক তুলে দিলেন ভারতের গনতান্ত্রিক যুবফেডারেশন পাড়া ১ নং লোকাল কমিটির নেতা ও কর্মিরা।

ডিওয়াইএফ‌আই সম্পাদক পরিক্ষিত গোপ জানান আমাদের সাধ্যমতো সহযোগিতা করে এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করছি আমরা। এ বিষয়ে ডিওয়াইএফ‌আই জেলা সভাপতি সুনীল মাহাতর সঙ্গে যোগাযোগ করা হলে উনি বলেন গোটা রাজ্য জুড়ে বামপন্থী ডিওয়াইএফ‌আই, এস‌এফ‌আই নোভেল করোনা মোকাবিলায় মানুষের পাশে আাছে এখানেও এক‌ইরকম ভাবে নেতা কর্মিরা কাজ করছে। মানুষের যে কোনো সমস্যাই ডিওয়াইএফ‌আই, এস‌এফ‌আই পাশে আছে, থাকবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।