শর্মিষ্ঠা দাস: চিন্তন নিউজ:৮ই জুন:- “নারী তুমি অর্ধেক আকাশ”—-যেটা মুখ্যমন্ত্রীর বা তার সরকারের করার কথা, সেটা করে দেখালেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির কর্মীরা।
লকডাউনের প্রথম থেকেই বিভিন্ন ভাবে বিপর্যস্ত মানুষের পাশে আছেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সমিতির পক্ষ থেকে গতকাল ফ্রি বাজারের আয়োজন করা হয়। প্রায় ১২০০ পরিবার সংগ্ৰহ করে নেয় সপ্তাহের সবজি। বামপন্থী মনোভাবাপন্ন সংগঠনের সঙ্গে অন্যান্যদের তফাৎ ছিল, আছে আর থাকবে।