বিজ্ঞান ও প্রযুক্তি

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে প্রকৃতি পর্যবেক্ষণ শিবির


সন্দীপ সিংহ: চিন্তন নিউজ:৫ই ফেব্রুয়ারি:– পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে, স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ হুগলি জেলার সাহাগঞ্জ অঞ্চলে।

এই শিবিরে প্রায় ৩৭ জন ছাত্রছাত্রীকে প্রকৃতির মাঝে প্রকৃতিপাঠ বোঝান শুভ্রা ভট্টাচার্য্য, শুভদীপ অধিকারী, ডা:দীপন অধিকারী, অমিত হালদার, উপাসনা সরকার সমেদ ৩৫ জন বিজ্ঞান কর্মী। এই শিবিরে ছাত্রছাত্রীরা যেমন তাদের পাঠ্য পুস্তকের বিষয়বস্তুসমূহ প্রকৃতির মাঝে হাতে-কলমে শেখে, আবার একই সঙ্গে প্রকৃতির বিভিন্ন ঘটনা তাদের মনে যে প্রশ্নের উদ্রেক ঘটায় তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিজ্ঞান কর্মীরা তাদেরকে দেন।

প্রকৃতির মাঝে বসে এভাবে প্রকৃতির বিভিন্ন ঘটনা বোঝার ও শেখার সুযোগ পেয়ে ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত হয়। আয়োজক ও উদ্যোক্তা সংগঠনের পক্ষে শিবিরের সামগ্রিক কাজকে পরিচালনা করেন সন্দীপ সিংহ, শুভাশীষ দাশ, শুদ্ধসত্ত্ব দত্ত সহ অন্যান্য বিজ্ঞান কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।