দিব্যেন্দু ধর:চিন্তন নিউজ:৩রা এপ্রিল:- আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, মুর্শিদাবাদ জেলা শাখা রক্ত দান কর্মসূচি পালন করল। রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান অব্যাহত রাখতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই রক্ত দান কর্মসূচির উদ্বোধন করেন ডিওয়াইএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড জামির মোল্লা।
জমায়েত বিহীন এই কর্মসূচিতে রক্তদান করলেন যুব সংগঠনের কর্মী গণ । লকডাউনের নিয়ম মেনে পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করা হল।