দেবী দাস: চিন্তন নিউজ:২৫শে এপ্রিল:- কোনোরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই লকডাউন ঘোষণার একমাস অতিক্রান্ত। সরকারি ঘোষণা সত্ত্বেও রেশনে মিলছে না প্রাপ্য চাল, আটা। সাধারণ মানুষ পেটের তাগিদে যত্রতত্র কিছু সবজি, বিস্কুট পাঁউরুটি অথবা মাছ ডিম নিয়ে বসে যাচ্ছেন উপার্জনের আশায়। সবজির দাম মধ্যবিত্ত শ্রেণীর আওতার মধ্যেই, ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। আড্ডা প্রিয় বাঙালি বাজার যাওয়ার অছিলায় ভীড় জমাচ্ছেন বাজার এলাকায়। প্রয়োজনের অতিরিক্ত জিনিস মজুত করছেন বাড়িতে। সাধারণ খেটে খাওয়া শ্রেণী বিপর্যস্ত।
কোভিড১৯ মোকাবিলায় লকডাউনের অপরিহার্যতা বুঝেও অবুঝের মত আচরণের প্রতিবাদে এলাকার বাসিন্দাদের সচেতন করার লক্ষ্যে পথে নামলেন কলকাতা ১৩২ নং ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বেহালা বিশালাক্ষীতলায় তাঁরা প্রয়োজনীয় জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্ৰহণ করলেন এবং বাজার এলাকায় জমায়েত বন্ধ করতে স্থানীয় পুলিশ প্রশাসনের করণীয় কাজ দায়িত্বের সঙ্গে পালন করতে এগিয়ে এলেন যাঁরা তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন।