রাজ্য

এই সংকটকালে ডাক্তারি হেল্প লাইন ” ফোন অন কল ” পরিষেবা চালু,দার্জিলিং জেলা এসএফআইয়ের প্রাক্তনীদের।


মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ:৩রা এপ্রিল:- দেশজুড়ে করোনা পরিস্থিতিতে যখন সাধারন নাগরিকদের হাহাকার অবস্থা, অনেকেই বিশেষ প্রয়োজন পড়লেও লকডাউন এর কারণে সাধারণ ডাক্তারি পরিষেবা থেকে বঞ্চিত হতে বাধ্য হচ্ছেন , কখনো বাচ্চাদের সাধারণ অসুখ-বিসুখ কিংবা মহিলাদের ক্ষেত্রে বিশেষ ধরনের অসুবিধা যাই হোক না কেন এসমস্ত অসুবিধার কথা বিবেচনা করে দার্জিলিং জেলা এসএফআইয়ের প্রাক্তনী বর্গ শিলিগুড়ির বিশিষ্ট ডাক্তারদের সাথে কথা বলে একটি ডাক্তারি হেল্প লাইন ” ফোন অন কল ” পরিষেবা চালু করেছে , শিলিগুড়ির বিশিষ্ট ডাক্তারদের কাছে এই প্রস্তাব নিয়ে গেলে তারা হাসিমুখেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন শুধু তাই নয় নিজেদের ফোন নাম্বার বিভিন্ন ভাবে প্রচারে সম্মতি জানিয়েছেন যাতে করে সাধারণ নাগরিকরা চিকিৎসা জনিত কারণে কোন অসুবিধায় না পড়ে।

আতঙ্কে নয় -সুরক্ষিত থাকুন ,সচেতন থাকুন
ঘরে থাকুন, সুস্থ থাকুন


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।