রাজ্য

করোনা মহামারীতে ব্লাড ব্যাংকে রক্ত সংকট, মোকাবেলায় এস‌এফ‌আই এর রক্ত দান কর্মসূচি


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:৩রা এপ্রিল:- প্রাণঘাতী করোনা আজ এদেশে মহামারীর রূপ নিয়েছে দেশের মধ্যে চলছে এক সংকটময় মুহূর্ত দেশের ব্লাড ব্যাংক গুলো সম্পূর্ণ রক্তশূন্যতায় ভুগছে , বাদ নেই শিলিগুড়ি তথা দার্জিলিং জেলাও, ঠিক এই রকম জটিল পরিস্থিতিতে জেলা জুড়ে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো দার্জিলিং জেলা এসএফআই , একসময়ের এসএফআই নেতা-সহ যোদ্ধা সুদীপ্ত গুপ্ত ২রা এপ্রিল তারিখে নিজেদের দাবি আদায় করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছিলেন ঠিক সেইদিনটাকেই এসএফআই তাদের পূর্বসূরী নেতা – সহ সৈনিককে সম্মান জানানোর উদ্দেশ্যে রক্তদানের দিন হিসেবে বেছে নেয় সেইমতো সংগঠনের পক্ষ থেকে এইদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে রক্তদান করা হয়।

যেহেতু প্রশাসনিক নির্দেশে এই মুহূর্তে কোন রকম শিবির আয়োজন করা নিষেধ তাই ভীষণ সংগঠিতভাবে এসএফআই জেলা কমিটির পক্ষ থেকে প্রতিটি লোকাল কমিটি থেকে রক্তদানে ইচ্ছুক সদস্যদের নির্দিষ্ট সময়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে যেতে বলা হয় এবং সম্পূর্ণ সুরক্ষিতভাবে সামাজিক দূরত্ব অবলম্বন করেই একে একে ব্লাড ব্যাংকে গিয়ে প্রায় ৫০ ইউনিট রক্ত দান করা হয়।এবং এসএফআইয়ের পক্ষ থেকে ব্লাড ব্যাংক আধিকারিকদের বলা হয় যতক্ষণ এসএফআই সাংগঠনিকভাবে রাস্তায় আছে ততক্ষণ জাতি ধর্ম বর্ণ রাজনীতির ভেদাভেদ নির্বিশেষে একজন মুমূর্ষু রোগীও রক্তের অভাবে মারা যাবে না।

এইরকম প্রত্যয়ী বক্তব্যে হাসপাতালে ডাক্তার এবং ব্লাড ব্যাংকের কর্মীরা এসএফআই , দার্জিলিং জেলা কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন , এবং ওনারা অনুরোধ করেছেন রক্ত সঙ্কটে যেন এসএফআই এমনভাবেই মানবিক দৃষ্টান্ত নিয়ে এগিয়ে আসে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।