মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১ জুলাই: প্রবল বর্ষণে কবলে পড়ে বেহাল বাণিজ্য নগরী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর গত সোমবার থেকে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় ঢুকে পড়েছে বর্ষা। তবে, শুক্রবার সকাল থেকে মুম্বাইয়ের জুহু, মালান্দ, ভিলে পার্লে এবং থানেতে প্রবল বর্ষণ শুরু হয়। প্রবল বর্ষণে জেরবার মুম্বাই।
দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। জায়গায় জায়গায় জল জমে যায়। দাদারের কাছে মিনতি ফ্লাওয়ার মার্কেটে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। গুরুতর জখম অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।