দেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

বাতিল হয়ে গেল ভারতের চন্দ্রাভিযান


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৫ জুলাই: মুহূর্তে বাতিল হয়ে গেল চন্দ্রায়ন-২-এর অভিযান। গভীর রাতে শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল মহাকাশযানের। শেষ মুহূর্তে এই অভিযান বাতিল করা হয়। জানা যাচ্ছে শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটি পাওয়া যায় মহাকাশযানে। আর এরপরেই এই অভিযান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন মহাকাশ বিজ্ঞানীরা।

তবে কবে আবার এই অভিযান করা হবে তা এখনও পর্যন্ত ইসরোর তরফে কিছু ঘোষণা করা হয়। তবে এএনআই জানাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে কিছু ঘোষণা করা হতে পারে। তবে শেষ মুহূর্তে এভাবে অভিযান স্থগিত হয়ে যাওয়াতে হতাশ দেশবাসী।

জানা যাচ্ছে, যাত্রা শুরুর ৫৬ মিনিট আগে লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড অক্সিজেন ভরার কাজ চলছিল রকেটে। আর তা করার সময় একটা ছিদ্র দেখা যায়। আর এরপরেই তড়িঘড়ি বাতিল করা হয় এই অভিযান। জানা যাচ্ছে, রকেট থেকে পুরো জ্বালানি ফেলে দেওয়া হবে। এরপর তা খালি করে কীভাবে এই ছিদ্র এল তা নিয়ে তদন্ত করবেন গবেষকরা। আর তা করতে প্রায় ১০দিন লেগে যেতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু কীভাবে এই রকেটে এই ছিদ্র এল তা ভাবাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।