নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৫ই জুলাই:–ইতিহাসের মুখোমুখি বাংলাদেশ। বিশাল পদ্মাসেতুর উপর সর্বশেষ পাইল বসানোর কাজ শেষ হল। পদ্মা সেতু নির্মানের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ররা জানাচ্ছেন, সেতুর ২৬ নম্বর খুঁটির ৭ নম্বর পাইলের কাজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়। এরপর তা প্রায় কয়েক ঘন্টা পর শেষ হয়। শনিবার এই কাজ হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা হয়ে ওঠেনি। তবে রবিবার এই পদ্মা সেতুর ২৯৪টি পাইলই বসানো সম্পন্ন হয়।
স্থানীয় সংবাদমাধ্যমকে ইঞ্জিনিয়রা জানাচ্ছেন, পদ্মা সেতুর এই বিশাল পাইল স্থাপনের কাজটি ছিল রীতিমত চ্যালেঞ্জের। আর সেই চ্যালেঞ্জ আর উত্তাল পদ্মাকে জয় করার এই প্রচেষ্টা সাফল্যে রূপ নিয়েছে বলে দাবি ইঞ্জিনিয়রদের। তাঁরা আরও জানাচ্ছেন, এর আগে ২৬ নম্বর খুঁটির বাকি থাকা ৭ নম্বর পাইলের বটম সেকশন সম্পন্ন হয়ে যায়। বুধবার বিকালে এই পাইলের নিচের অংশ সম্পন্ন করা হয়।
তাঁরা আরও জানাচ্ছেন, এরপর মাটি সরিয়ে সব ঠিকঠাক হওয়ার পর বৃহস্পতিবার থেকে টপ সেকশনের টিউবটি ওঠানো হয়। তারপর শুরু হয় ওয়েল্ডিংয়ের কাজ। কিন্তু বৃষ্টির কারণে ওয়েল্ডিংয়ের কাজে বিলম্ব হয়। ওয়েল্ডিং শেষ হওয়ার পর এনডিটি টেস্ট করেই রবিবার পাইল ড্রাইভ শুরু হয় বলে জানিয়েছেন তাঁরা।
আরও জানানো হয়েছে যে, পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩০টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যে বাকি ১২টি খুঁটির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তাই আশা করা হচ্ছে ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।