দেশ রাজ্য

দ্বিতীয় দফার ভোটেও অশান্তি অব্যাহত পশ্চিমবঙ্গে: ব্যর্থ কমিশন


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ১৮ এপ্রিল: দ্বিতীয় দফার ভোটেও সেই প্রথম দফার ভোটের চিত্র দেখা গেল। সকাল থেকে বুথ জ্যামের অভিযোJগ তৃণমূলের বিরুদ্ধে। সেই বুথ জ্যামের প্রতিবাদ করায় তৃণমূলী দুস্কৃতিদের হাতে আক্রান্ত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
রায়গঞ্জ লোকসভার চোপড়া হাতিবিষা এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষ ।পাথরবৃষ্টি ,লাঠিচার্জ।
আজ রায়গঞ্জে এমনিতেই বিভিন্ন কারণে ভোট দেরিতে শুরু হয়। এই কেন্দ্রের মহজমপুর এলাকায় ব্যাপক উত্তেজনা। মানুষ ক্ষিপ্ত ভোটাধিকার প্রদান করতে না পেরে।
সকাল সাড়ে দশটা পর্যন্ত জলপাইগুড়ি কেন্দ্রে ভোট পড়েছে ১৬.১৪℅ ,দার্জিলিংয়ে ১৬.৪৪℅ এবং রায়গঞ্জে ১৭.১৪% এর মত ।
ধুপগুড়িতে অশান্তি। তৃণমূলের খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও তা অস্বীকার করেছে বিজেপি কর্মী-সমর্থকরা।
ভোটে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধে স্থানীয় বাসিন্দারা। এর জেরেই গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
এখনো পর্যন্ত যা খবর রাজ্যে দ্বিতীয় দফার ভোটেও অশান্তি অব্যাহত । নির্বাচন কমিশন শান্তিপূর্ণ, অবাধ ভোট করাতে পারলেন না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।