দেশ

মণিপুর সংবাদ


মধুমিতা ঘোষ,বিশেষ প্রতিবেদন:চিন্তন নিউজ: ২৩/০৭/২০২৩:– বৃহস্পতিবার মনিপুর সাক্ষী থাকল কুকি- জো উপজাতি সম্প্রদায়ের এক অভূতপূর্ব প্রতিবাদের। বিজেপি শাসিত মনিপুর রাজ্যে জাতিদাঙ্গা গত দু মাসে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। নির্দিষ্ট জাতি বা ধর্মের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্ঘাত চরমে পৌঁছে যায় গত মে মাসেই,আর তাতে ইন্ধন যুগিয়ে চলেছে মনিপুর রাজ্য ও কেন্দ্রের ডবল-ইঞ্জিন সরকার।অতিমাত্রায় অত্যাচার ও অপমানে জর্জরিত কুকি- জো উপজাতি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ কালো পোশাক পরিধান করে ও প্রতিবাদী স্লোগান ও প্ল্যাকারড, ফেস্টুনে সুসজ্জিত হয়ে চূড়াচাদপুর জেলায় পথে নেমে পড়ে । ইনডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সক্রিয় সহযোগিতায় চূড়াচাদপুর জেলায় প্রায় ৩ কিমি পথ পরিক্রমায়, বর্তমান চরম অব্যবস্থা থেকে বাঁচতে এখনকার মুখ্যমন্ত্রী বীরেন সিং এর সরকার ও তার লেজুড় জঙ্গী সংগঠন মৈতৈ – র (আরামবাই টেঙ্গল ও মিতেই লিপুন) উৎখাত চেয়ে মিছিল।

মিছিল ছিলো স্লোগানে স্লোগানে মুখরিত।
চূড়াচাদপুর জেলার তুইবঙ পিস গ্রাউন্ড পর্যন্ত পুরো রাস্তা জুড়ে মানুষ এই অভিনব পদযাত্রা দেখলো এবং তাতে সামিল হলো। আই টি এল এফ নেতাদের মুখ থেকেও কুকি- জো উপজাতি সম্প্রদায়কে রক্ষায় যে এক আলাদা শাসনতন্ত্রের দরকার তা শুনলো।

পদযাত্রার শেষে সরকারের উদ্দেশ্যে প্রতিবাদীদের তরফ থেকে একটি মেমোরান্ডাম জেলার ডি সি মারফৎ পাঠানো হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।