নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৫ই মার্চ:–আজ রাজ্য জুড়ে দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থসংগ্রহের কর্মসূচি গ্রহন করে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, প্রতিটি জেলায় এই কর্মসূচি চলছে।
দক্ষিণ দিনাজপুরের সুশান্ত বিশ্বাসের রিপোর্ট-আজকে সকালে গঙ্গারামপুর চৌ মাথায় সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে দিল্লির দাঙ্গা বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করা হলো।উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস, এরিয়া কমিটির সম্পাদক কমরেড অচিন্ত্য চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বীরভূম থেকে শ্রীমন্ত মুখার্জি জানাচ্ছেন, দিল্লির দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ সংগ্রহ চলছে সারা জেলা জুড়ে প্রত্যেক শাখায়।মল্লারপুর, কীর্ণাহার, সিউড়ি,বিভিন্ন এরিয়া কমিটি জুড়ে এই কর্মসূচি পালিত হয়।