রাজ্য

শান্তিনিকেতনে বসন্ত উৎসবের প্রস্তুতি


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৫ই মার্চ:–শান্তিনিকেতনে বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। ঐতিহ্যবাহী এই উৎসব এবার আয়োজিত হবে মেলার মাঠে।। অতিরিক্ত পর্যটক আগমনের আভাস পেয়ে এবারের এই পরিবর্তন, তার সাথে সাথে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায় যে এই ভিড়ের সামাল দেওয়া তাদের একার পক্ষে সম্ভব না।। তাই রাজ্য সরকারের সাহায্য নিয়ে এই উৎসব এবছর মেলার মাঠেই হতে চলেছে যা মূল আশ্রম থেকে অনেকটাই দূরে।।

তবে আশ্রমিকসহ অধিকাংশ ছাত্রছাত্রী এই সিদ্ধান্ত মন থেকে ঠিক মেনে নিতে পারছেন না।। তাদের মত, আরো আলোচনা ও উপযুক্ত পন্থা অবলম্বন করেই এই ভিড়ের সমস্যার সামাল দেওয়া যেত।। তাতে আশ্রম চত্বরেই এই উৎসব দেখতে পেতেন সাধারণ মানুষে যা দেখতে সকলে অভ্যস্ত।। আসলে এই ক্ষেত্রে পুরোনো রীতির কদর সকলের কাছেই প্রিয়, আর তারা চান না নিজেদের সেই অভ্যেস পাল্টাতে।।

কিন্তু গতবারের অব্যবস্থা ও তার সাথে বহু মানুষের নিয়ম ভেঙে মেলার মাঠে ঢুকে পড়া এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।। এমন নয় যে এর আগে মেলার মাঠে বসন্ত উৎসব হয় নি, তবে সেবারেও এমনি এক পরিস্থিতির সৃষ্টি হয়।। তাই কিছুটা ঐতিহ্য ক্ষুন্ন করেই এবারের বসন্ত উৎসব শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত কতটা সাফল্যের সাথে কার্যকর হয় তাই দেখার অপেক্ষায় সকলে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।