রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৬ই এপ্রিল: রামপুরহাটের নিশ্চিন্তপুর এলাকার আনোয়ার সেখ, মিলন সেখ, আঙ্গুর সেখ ও তুফান সেখ পরিযায়ী শ্রমিক। তামিলনাড়ুর দোয়ারগা নগর, মানালি নিউ টাউন চেন্নাইয়ে আটকে পড়েছে। তারা সকলেই রাজমিস্ত্রির কাজ করে। লক ডাউনের কারনে কাজ বন্ধ। হতে পয়সাও নেই।আজ সকালে রামপুরহাট ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব মল্লিককে তারা ফোন করে। ফোনে বলেন তাদের খাদ্যের সংকট। সাহায্য চাই। সঞ্জীব মল্লিক রামপুরহাটের ডিওয়াইএফআই কর্মীদের সাথে যোগাযোগ করে বিষয়টি দেখতে বলেন। আমরা ডিওয়াইএফআই বীরভূম জেলা সভাপতি কমরেড অমিতাভ সিংয়ের সহযোগিতায় চেন্নাইয়ের ডিওয়াইএফআই নেতাদের সাথে যোগাযোগ করা হয়। তারা সঙ্গে সঙ্গে আটকে যাওয়া শ্রমিকদের সাথে যোগাযোগ করেন এবং তাদের সমস্যার সমাধান করে দেয়। কিছুক্ষন আগে চেন্নাই থেকে শ্রমিকরা ফোন করে জানান তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। সাথে ডিওয়াইএফআই কর্মীদের ধন্যবাদ জানান।
অপরদিকে জামিরুল মোল্লা সহ প্রায় ৬০ জন বীরভূমের পাইকরের ভোগার পাড়া গ্রামে থেকে পশ্চিম মেদনিপুরের বাঁকি বাজার গ্রাম এলাকায় রাজ মিস্ত্রির কাজ করতে গেছিলেন। লক ডাউনের কারনে তারা সকলেই সেখানে আটকে পড়েন। তারা সেখান থেকে পাইকরের যুব নেতা কামালউদ্দিনকে ফোন করে বলেন তাদের খাবারের সমস্যা হচ্ছে। সাহায্য চাই। কামালউদ্দিন ডিওয়াইএফআই বীরভূম জেলা সভাপতি আমিতাভ সিং কে ফোন করে বিস্তারিত বলেন। তিনি পশ্চিম মেদিনীপুরের ডিওয়াইএফআই নেতাদের সাথে যোগাযোগ করেন। পশ্চিম মেদিনীপুরের যুব নেতাদের সহযোগিতায় আটকে যাওয়া ৬০ জন শ্রমিকের খাদ্যের সমস্যার সমাধান সম্ভব হয়েছে। বলতেই হচ্ছে ভরসার অপর নাম ডি ওয়াই এফ আই।