সৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:১৪ই মে :-।লকডাউনের ৫০ দিন অতিক্রান্ত। আরও চলতে পারে বেশ কিছুদিন। গোটা দেশের দুর্দশাগ্রস্ত মানুষের স্বার্থে আমাদের পার্টি প্রথম থেকেই রাস্তায়। সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। সরকার এখনও এবিষয়ে উদাসীন। আমরা বামপন্থীরা আজও রাস্তায় থাকছি সারাদিন, মানুষকে বাঁচানোর দাবী নিয়ে।
একইসাথে যে দায়িত্ব লকডাউনের শুরু থেকে কাঁধে তুলে নিয়েছি আমরা, সেই দায়িত্ব পালন করে চলেছি নিয়মিতভাবে। আজ আবার সিপিআই(এম) জোড়াসাঁকো-১ এরিয়া কমিটির উদ্যোগে অঞ্চলের প্রায় ৪৭৫ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলাম আমরা। উপস্থিত ছিলেন- AIDWA রাজ্য সম্পাদিকা কমরেড কনীনিকা বোস ঘোষ, SFI রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য এবং SFI কলকাতা জেলার সভাপতি কমরেড অর্জুন রায়