সুপর্ণা রায়:চিন্তন নিউজ:/১৪ই মে:–১৯২৩ সালের ১৪ ই মে অর্থাৎ আজকের দিনে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তী চিত্র পরিচালক মৃনাল সেন।।। অত্যন্ত উচ্চশিক্ষার অধিকারী এই মানুষ টি জীবন এর প্রথম দিকে ছিলেন সাংবাদিক ও পরে ওষুধ বিক্রেতা । কিন্তু কালের লেখনী অন্য কিছু লিখেছিল।। হাতে কলম নিয়ে পর্দায় ছবি আঁকাই ছিল তাঁর ভবিষ্যত।। ১৯৫৫ থেকে শুরু করে পর পর কালজয়ী সব ছবি পরিচালনা করেছেন তিনি যা বাঙলা চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করেছে।।৪০ এর দশকে তিনি পিপিলস থিয়েটার এসোসিয়েশন এ যোগদান করেন।। এরপর তিনি স্থির করেন পা রাখবেন ছবির জগতে।। শ্যূটিং শুরু হয় “”রাত ভোর”” ছবির।। ছবিটি মুক্তি পায় ১৯৫৫ সালে।। তাঁর দ্বিতীয় ছবি “”নীল আকাশের নীচে”” পরিচিতি এনে দেয় বাংলা চলচ্চিত্রের জগতে।। আন্তর্জাতিক খ্যাতি পান “”বাইশে শ্রাবণ”” ছবি থেকে।। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ছবি “”ভূবন সোম”” যা তাঁকে সফলতার চুড়ান্ত শিখড়ে নিয়ে যায়।। তারপর একে একে মুক্তি পেতে থাকে কালজয়ী ছবির ডালি।। কলকাতা _৭১, আকাশের সন্ধানে , পদাতিক ইত্যাদি।। তাঁর শেষ ছবি “” ভূবন”” মুক্তি পেয়েছিল ২০০২ সালে।। চলচ্চিত্র এর পাশাপাশি তিনি ছোটপর্দায় সমান সাবলীল ভাবে কাজ করে গেছেন।। যার মধ্যে উল্লেখযোগ্য ইচ্ছে পূরণ, অপরাজিত,দশ সাল বাদ ইত্যাদি। চার্লি চ্যাপলিন এর জীবনী তিনি বাংলা যে অনুবাদ করেছিলেন।।এই মহীরুহ এর মতো পরিচালক তখনকার অস্থির সময়ের অবস্থা তাঁর ছবিতে তুলে ধরেছেন।। তাঁর কালজয়ী সৃষ্টির জন্য সন্মানীত হয়েছেন পদ্মভূষণ ,দাদা সাহেব ফালকে পুরস্কারের মধ্যে দিয়ে।। ফ্রান্স ও রাশিয়া থেকে পেয়েছেন সরকারি সন্মান।।
Related Articles
তেভাগা শহীদ যশোদারাণী সরকারদের স্মরণ ও কৃষকের দাবীর আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার শপথ
উত্তম দে,বিশেষ প্রতিবেদন: চিন্তন নিউজ: ২০/০২/২০২৪:- আজ ২০শে ফেব্রুয়ারি। আজ তেভাগা শহীদ যশোদারাণী সরকারদের স্মরণ করে কৃষকের দাবীর আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার শপথ গ্রহনের দিন। আজ যখন দিল্লী সীমান্তে কৃষক আন্দোলনের ওপর নেমে এসেছে বর্বরোচিত আক্রমণ,তখন যশোদারাণীদের আত্মত্যাগকে বার বার মনে করায়। মনে করায়,কৃষক স্বার্থে কমিউনিষ্টদের নেতৃত্বে আপোশহীন আন্দোলনের কথা, যা আজোও সমান গতিতে বহমান।সামন্তরাজ,জমিদারীরাজের […]
“রাজনীতিতে স্বজনপোষণ” নিজস্ব কলমে
মৌমিতা হীরা: চিন্তন নিউজ:২৩শে জুন:- স্বজন পুষব। বেশ করব। আমার দুধের বাছাকে আমি দেখব না তো কে দেখবে? আমার ছেলেকে ছেড়ে কি পরের ছেলেকে সিংহাসনে বসাব? এটি আমাদের দেশের রাজনৈতিক পরিবারগুলির অকথিত বক্তব্য। মানে যেসব পরিবারের ছেলেমেয়েরা তাদের অন্যান্য পারিবারিক ব্যবসার সাথে সাথে রাজনীতিকেও একটা ব্যবসা হিসাবে ধরে নিয়েছে। তা বেশ তো! নিজের পারিবারিক ব্যবসায় […]
বছর কুড়ি পেরিয়ে
শ্যামল: চিন্তন নিউজ:২৫ শে ডিসেম্বর:- গতকাল ২৪ জানুয়ারী ২০, বৃহস্পতিবার ছিল উত্তর কলকাতা উদয়ের পথের ২০তম নিবন্ধীকরণ দিবস। সাধারণ কথায় বলা যেতে পারে জন্মদিন। উত্তর কলকাতা উদয়ের পথে মানেই একটু ভিন্ন ধরণের, আর পুরোটাই ব্যতিক্রম। এই বিংশতি নিবন্ধীকরণ ছিল একেবারেই ভিন্ন ধরণের। সাত সকালেই ছোট সদস্যরা নিজেদের দায়িত্বে পৌঁছে যায় বৌবাজারের রিফিউজ পরিচালিত বৃদ্ধাশ্রমে। সেখানে […]