রাজ্য

আত্মনির্ভরশীল না পরনির্ভরশীল ভারত গড়ার কারিগর


দেবী দাস: চিন্তন নিউজ:১৪ই মে:- ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের নামে দেশবাসীকে বোকা বানাতে ব্যস্ত কেন্দ্রীয় সরকার, আত্মনির্ভরশীল ভারত গড়ার কারিগর না পরনির্ভরশীল হওয়ার দিকে ক্রমশ এগিয়ে চলেছে আমার দেশ ভবিষ্যতই বলবে।সমীক্ষা বলছে এক তৃতীয়াংশের বেশি ভারতীয় পরিবার কার্যতঃ নিঃস্ব হতে চলেছে। পশ্চিমবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে অনাহারে মৃত্যু, আত্মহত্যা। সরকারি ত্রাণ নিয়ে চলছে স্বজনপোষণ।প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মিডিয়ায় যত ভাষণই দিন না কেন গরীব মানুষের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে।
তৃণমূল বিজেপির আক্রমণ উপেক্ষা করে দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে যাচ্ছে সেই বামপন্থীরাই। পরিযায়ীদের ঘরে ফেরানোর দাবি, প্রত্যেক শ্রমিক কে মাসিক ৭৫০০ টাকা আর্থিক সাহায্য, শ্রম আইন সংশোধন, ১২ ঘন্টা কাজের দাবির বিরোধিতা সহ নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আজ রাজ্যব্যাপী বিক্ষোভ, ডেপুটেশনের ডাক দেওয়া হয়। বেহালা থানার সামনে সিটুর ডাকা কর্মসূচিতে সামিল হল সিটু সহ মহিলা ও যুব সংগঠনগুলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।