রাজ্য

সি আই টি ইউ এর নেতৃত্বে রাজ্যজুড়ে কর্মসূচিতে বামপন্থী গনসংগঠনগুলি সোচ্চার দাবি জানাল বি ডিও দপ্তরে*


মৃন্ময়ী রং,হাওড়া:- চিন্তন নিউজ:-১৪ইমে:-হাওড়া সাঁকরাইল বিডিও অফিসে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হ’ল। দাবিসমূহ–(১) লকভাউনে আটকে পড়া বিপদ গ্ৰস্ত পরিযায়ী শ্রমিক দের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনতে অবিলম্বে ‘শ্রমিক স্পেশাল’ট্রেনের রাজ্য ভিত্তিক নির্দিষ্ট কর্মসূচি-রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ কে ঘোষণা করতে হবে। (২) পরিযায়ী শ্রমিক দের মাসে ৭৫০০ টাকা করে কমপক্ষে তিন মাস আর্থিক সাহায্য দিতে হবে।(৩) রেলের ভাড়া কেন্দ্র ও রাজ্য সরকার কে বহন করতে হবে, স্বাস্থ্য পরীক্ষা, রাজ্যে বাসের ব্যবস্থা, খাদ্য, পানীয় ও কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা রাজ্য সরকার কে করতে হবে।
(৪) করোনা র বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্ট লাইনে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে সরকারকে পর্যাপ্ত PPE, মাস্ক, স্যানিটাইজার ও অনান্য সরঞ্জাম সরবরাহ করতে হবে।

দক্ষিণ দিনাজপুর থেকেসুশান্ত বিশ্বাসের রিপোর্ট– CITU গঙ্গারামপুর শহর সমন্বয় কমিটি, সারা ভারত কৃষক সভা, সারাভারত ক্ষেত
মজুর ইউনিয়ন,সারাভারত গণ তান্ত্রিক মহিলা সমিতি, ছাত্র- যুবদের পক্ষ থেকে আজকে গঙ্গারামপুর বি ডি ও অফিসে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো।

হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট–সব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা,তাদের
A/C ৭৫০০টাকা ও শ্রম আইন বদলে ১২ ঘন্টা মানবো না, ৮ ঘন্টার কাজে বহাল এর দাবীতে শিয়াখালায় CITU এর কর্মসূচিতে। ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।