নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১০ এপ্রিল: লাটুরের একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভোটারদের প্রতি আবেদন করেন তারা যেন তাদের ভোট বালাকোট বিমান হানা এবং পুলওয়ামা শহীদদের প্রতি উৎসর্গ করেন। নতুন ভোটারদের নিজেদের অনুকূলে টানতে মোদী বলেন, “আপনারা যখন প্রথম বেতন পান, সাধারণত সেটা নিজের কাছে রাখেন না। সেটা আপনারা আপনাদের মা বা বোনের প্রতি উৎসর্গ করেন। একইভাবে আপনারা কি পারবেন না আপনাদের প্রথম ভোট বালাকোট হানার জন্য, পুলওয়ামা শহীদদের জন্য, গরিবের পাকা বাড়ির জন্য, পানীয় জলের জন্য, এবং তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য উৎসর্গ করতে?’ মোদী বলেন, “আপনি গর্বের সাথে বলতে পারেন, আপনি যদি পদ্মফুল (বিজেপি) বা তিরধনুক (শিবসেনা) চিহ্নে বোতাম টেপেন, তাহলে আপনার ভোট সরাসরি মোদির খাতায় চলে যাবে।”
কংগ্রেস এবং অন্যান্য দলগুলোর পক্ষে এই অভিযোগ আনা হয় যে, বিজেপি পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যু এবং ভারতীয় বায়ু সেনার বালাকোট হানার রাজনীতিকরণ করার চেষ্টা করছে। প্রাক্তন মন্ত্রী কপিল সিব্বল বলেন, “সবাই জানে প্রধানমন্ত্রী এই কাজ করছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সিপিআইএম পলিটব্যুরো সদস্য নিলোৎপল বসু দাবি করেন যেন এই ধরনের প্রচার বন্ধের জন্য কঠিন পদক্ষেপ নেওয়া হয়। বিরোধী দলগুলির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠান।