দেশ রাজ্য

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নয় : বুঝিয়ে দিল আলিপুরদুয়ার


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ১১ এপ্রিল: গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় আন্দোলন চলছিল প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নয় এই দাবি স্থানীয় মানুষ সহ ভোটকর্মীদেরও।
আজ রাজ্যের দুইটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। আলীপুরদূয়ার ও কোচবিহার। একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না–এই খবরে গতকাল, বুধবার রাতে তুফানগঞ্জে মানুষের বিক্ষোভ ফেটে পড়লো। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমার ধলপল ব্লকে। ভোটকর্মী আসার পর স্থানীয় লোকজন কেন্দ্রীয় বাহিনী না দেখে ভোটকর্মীদের কার্যত রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বুথে তালা ঝুলিয়ে দেন।
প্রসঙ্গত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রায় ১২০০ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না বলে জানা গেছে। আসলে স্থানীয় মানুষের মনে পঞ্চায়েত ভোটের আতঙ্ক আজ‌ও ছেয়ে রয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে মানুষ অনড়। মানুষ জনের এই দৃঢ়তা পশ্চিমবঙ্গবাসী অনেকদিন দেখেন নি। প্রশাসন আশ্বাস দিয়েছেন যাতে শান্তিপূর্ণ উপায়ে নির্বিঘ্নে সঠিক সময়ে ভোট হয় তা দেখবেন। সেই প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।