নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১১ এপ্রিল: গত পাঁচ দিনে তিনটে আলাদা আলাদা ঘটনায় আট জন যাত্রীর কাছ থেকে মোট ৬.১২ কোটি টাকার বিদেশী মুদ্রা বাজেয়াপ্ত করে কোলকাতা বিমানবন্দর কতৃপক্ষ। এরা প্রত্যেকেই কোনো না কোনো বিমানে কোলকাতা ছেড়ে যাচ্ছিলেন। নিউ দিল্লিতে সি আই এস এফ আধিকারিক জানান বুধবার দুজন যাত্রীকে কোলকাতা বিমানবন্দরে আটক করা হয়। ১০০ ডলারের নোটে মোট ৯০০০০ আমেরিকান ডলার উদ্ধার হয় তাদের কাছ থেকে। কালো পলিথিনে মুড়ে ন’টা বিরিয়ানির প্যাকেটে ভরে এই নোটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
এদের মধ্যে একজন মনোয়ার হোসেন থাই এয়ারওয়েজের বিমানে ব্যাংকক যাচ্ছিল। তার হাতব্যাগে সন্দেহজনক কিছু পাওয়ায় নিরাপত্তা কর্মীরা সেটা খুলে তার মধ্যে বিরিয়ানির প্যাকেটে বান্ডিল বান্ডিল ডলার দেখেন। হোসেন এর কোনো নথি দেখাতে না পারায় তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই বিমানেরই আরো এক যাত্রী আসিফকে গ্রেপ্তার করে বিমানবন্দর কতৃপক্ষ। তিনটে বিরিয়ানির প্যাকেটে মোট ৩০০০০ ডলার উদ্ধার হয় আসিফের কাছ থেকে। তারা দুজনে একইসাথে যাত্রা করছিল, কিন্তু নিরাপত্তা কর্মীদের বিভ্রান্ত করতে আলাদা আলাদা গেট দিয়ে বিমানবন্দরে চেক-ইন করে।
এর আগে মঙ্গলবার সাতজন বাংলাদেশি মোট ৭.৪৩ লক্ষ আমেরিকান ডলার সহ কোলকাতা বিমানবন্দরে ধরা পড়ে। এরও আগে, গত শনিবার আলম শাহ নামে এক বাংলাদেশি ৭০০০০ আমেরিকান ডলার সহ ধরা পড়ে।