দেশ

রাফালে মামলায় ধাক্কা খেল মোদী সরকার


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ১০ এপ্রিল: লোকসভা ভোটের ঠিক আগের দিন রাফাল মামলায় সুপ্রীম ধাক্কা খেল কেন্দ্র সরকার। আজ বেলা দশটায় রাফাল নিয়ে রায় ঘোষণা ছিল সুপ্রীম কোর্টের। রাফাল নিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর দপ্তরকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রীম কোর্ট। কিন্তু তার কিছুদিনের মধ্যেই প্রতিরক্ষা দপ্তর থেকে রাফাল সংক্রান্ত নথি সংবাদ মাধ্যমে ফাঁস
হ’তে থাকে, এবং প্রধানমন্ত্রীর দপ্তর একে ভূয়ো নথি বলে দাবি করেন। এই নথিতে প্রকাশিত প্রধানমন্ত্রী রাফাল চুক্তি নিয়ে যে সমান্তরাল সমঝোতা চালিয়ে যাচ্ছিলেন, প্রতিরক্ষা দপ্তরের তাতে আপত্তি ছিল।
এই নথি ফাঁস হ‌ওয়ার পর বারবার পিটিশন জমা পড়ে —রাফাল মামলা পুনর্বিবেচনার জন্য। কেন্দ্রীয় সরকারের এতে ঘোর আপত্তি ছিল। আজ সেই মামলার রায় বেরলো। রায়ে বলা হয়েছে ফাঁস হয়ে যাওয়া নথিগুলোই রাফাল মামলার প্রামাণ্য হিসাবে ধরে নিয়ে মামলা এগোবে। বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বে়ঞ্চ কেন্দ্র সরকারের আপত্তি খারিজ করে দিয়েছে। গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।