দেশ

বেসরকারি সংস্থার হাতে রেল পরিষেবায় হবে মর্জি মতো ভাড়া বৃদ্ধি!


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:২০শে সেপ্টেম্বর:-কেন্দ্রে এনডিএ জমানা শুরু হতেই একের পর এক লাভজনক এবং সাধারণ মানুষের জীবন যাপন করতে প্রয়োজনীয় ঐতিহ্যবাহী জিনিস বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে।। জিনিস পত্রের দাম ক্রমশ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।। সাধারণ মানুষ যারা এল আই সি তে টাকা গচ্ছিত রেখে ভবিষ্যৎ সুনিশ্চিত করে সেই এল আই সি বিক্রি র চেষ্টা করে চলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রেলকে বেসরকারি করণ করার জন্য উঠেপড়ে লেগেছে।। অথচ রেল সাধারণ মানুষের যাতায়াত করার প্রধান মাধ্যম।। ভারতীয় রেলকে ভারতের জীবন রেখা বলা হয়। বেসরকারি সংস্থার হাতে রেলপরিষেবা তুলে দিলে তা কেমন হবে তা সাধারণ জনগণের কাছে একদমই স্পষ্ট নয়।

কিন্তু এবার ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হচ্ছে। সরকার অনুমতি দিয়েছে যে বেসরকারি সংস্থা রেলের দায়িত্ব নেবে তারা তাদের ইচ্ছা মতো রেলের ভাড়া ঠিক করবে। এতে সরকার কোনরকম হস্তক্ষেপ করবে না। রেলওয়ে বোর্ড এর চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছেন, যে যে সংস্থা রেল চালাবে ভাড়া তারাই ঠিক করবে তবে সেই রুটে যদি বাস বা বিমান চলাচল করে তবে ভাড়ার বিষয়টি অবশ্যই আলোচনার মধ্যে আনতে হবে। ভারতীয় রেলের একাংশ মোদী সরকার বেসরকারি সংস্থার হাতে তুলে দেবার পরিকল্পনা নিয়েছে কিন্তু সেখানে যদি বেলাগাম ভাড়া বৃদ্ধি হয় তবে ভারতের সাধারণ মানুষ বিপদে পড়বে তা রেলকে যতই আধুনিকিকরণ ও আরামদায়ক করা হোক না কেন। বিপদ সাধারণ মানুষের।

খুব সাধারণ মানুষ ট্রেনে করে যাতায়াত করেন সেখানে অল্প ভাড়া বৃদ্ধি হলেই একটা দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি হয় তবু কেন্দ্রীয় সরকার মুনাফা বাড়াতে রেলের একটা অংশকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে পিছপা হলো না। ভাবলো না সাধারণ মানুষের আর্থিক অসুবিধার কথা। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে বেসরকারি সংস্থার হাতে রেলপরিষেবা তুলে দিলে ভারত সরকারের বছরে ৭৫০ কোটি টাকা আয় হবে। পাঁচ বছরে একটা স্থায়ী উপার্জন এর রাস্তা খুলে যাবে ভারত সরকারের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।