রাজ্য

পরিযায়ী শ্রমিকদের খাদ্য না দিয়ে লাঠির আঘাত সরকারি পুলিশের


শ্যাম ভট্টাচার্য: চিন্তন নিউজ:৯ই মে :–কয়েক শ’ বা হাজারের বেশী পরিযায়ী শ্রমিক হেঁটে হাওড়া থেকে ঝাড়খন্ড,বিহার,উত্তরপ্রদেশে যাচ্ছেন।পরিবার, বাচ্চাসহ।অনাহার,ক্লান্তিতে পথে বিশ্রাম নিতে গিয়ে বর্ধমানে তাঁরা পুলিশের লাঠির আঘাত‌ও পেয়েছেন। যেখানে সরকারি উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা,বা পাঠানো, এবং তাদের খাবারের জোগান দেওয়ার কথা, সেখানে খাদ্যের বদলে লাঠি!! আজকে দুর্গাপুরে এরা অসুস্থ হয়ে বসে পড়েছিলেন।এদের দেখে দুর্গাপুরের এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই এর ছেলে মেয়েরা স্থানীয় সিপিআইএম অফিসে খবর দেয়। সিপিআইএম পার্টি থেকে এইসব পরিযায়ী শ্রমিকদের খাওয়া,জল,গাড়ির ব্যবস্থা করা হলো । প্রেস বিজ্ঞপ্তি দিলেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার। তিনি বলেন, ছাত্র-যুবদের কাছে খবর পেয়ে ,তাঁরা অর্থাৎ সিপিআইএম দুর্গাপুর ,স্থানীয় এসডিও, পুলিশ সবার সাথে কথা বলে ,পরিযায়ী শ্রমিকদের খাওয়া, বিশ্রাম এবং ফেরার গাড়ির ব্যবস্থা করেন। পঙ্কজ রায় সরকারের কথায় জানা যায়, আর‌ও শ্রমিক যারা আসছেন এই পথে, তাদের‌ও এরকমই খাওয়া ও যাওয়ার ব্যবস্থা করবেন দুর্গাপুর সিপিআইএম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।