রাজ্য

সদ্যোজাত এক শিশু সন্তানের প্রাণ বাঁচিয়ে মানবিকতার পরিচয় দিলেন এক তথ্য মিত্র সঞ্চালক।



মৌসুমী ঘোষ দাস: চিন্তন নিউজ: ২৬/০৩/২০২৩:-  ট্রেনে কুড়িয়ে পাওয়া সদ্যোজাত এক শিশু সন্তানের প্রাণ বাঁচিয়ে মানবিকতার পরিচয় দিলেন এক তথ্য মিত্র সঞ্চালক।
জানা যায় ওই তথ্য মিত্র সঞ্চালক এর নাম ফারিস আহমেদ।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। তথ্য মিত্র সঞ্চালক ফারিস আহমেদ জানান,বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মালদা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য মালদা টাউন স্টেশনে পৌঁছায়।স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ট্রেনে উঠতে গিয়ে দেখেন বাঙ্কারের উপরে প্লাস্টিকে মোড়া কি যেন রয়েছে।তৎক্ষণাৎ ওই প্লাস্টিক ব্যাগটি নড়ে ওঠে এবং এক শিশুর কান্না শুনতে পান।ব্যাগটি খুলে গিয়ে দেখেন সদ্যোজাত শিশু সন্তান।সে বিষয়টি জিআরপি কে জানান।জিআরপি ছুটে এসে ওই সদ্যোজাত শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।বর্তমানে শিশুটি সুস্থ আছে।কিন্তু শিশুটির পরিবারের কোন খোঁজ পাওয়া যায়নি। তথ্যমিত্র সঞ্চালক ফারিস আহমেদ আরো জানান,শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর জন্য সেও জিআরপির সঙ্গে হাসপাতালে ছুটে যায়।শিশুটিকে নেওয়ার জন্য তথ্য মিত্র সঞ্চালক ফারিস আহমেদ মালদা চাইল্ড লাইন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন।তবে সরকারি কিছু নিয়ম থাকায় চাইল্ড লাইন ওই শিশুটিকে ফারিসের হাতে তুলে দিতে পারেননি।




মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।