দীপশুভ্র সান্যাল:– চিন্তন নিউজ: ২৪শে মার্চ:-
ডি এ র দাবীতে আন্দোলন করায় হাতে শোকজ নোটিশ ধরিয়েছিল শিক্ষা দপ্তর।জেলা জুড়ে মিস্টি খাইয়ে আবির খেলে উৎসবের মেজাজে সেই শোকজের উত্তর দিলেন বামপন্থী প্রাথমিক শিক্ষকরা। লাল আবির মেখে মিষ্টি মুখ করে লড়াইয়ে নৈতিক জয়ের ঘোষণা জলপাইগুড়ির আন্দোলনকারীদের। কোথাও খাওয়ানো হয় বেলাকোবার চমচম, কোথাও ফুলবাড়ির পান্তুয়া, কোথাও রসগোল্লা।
গত ১০ই মার্চ রাজ্য জুড়ে ডি এ সহ শূন্যে পদে স্বচ্ছ নিয়োগের দাবীতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হবার কারনে ইতিমধ্যে ডিএর দাবিতে আন্দোলন করা প্রাথমিক শিক্ষকদের শো কজ নোটিশ দিয়েছিল শিক্ষা সংসদ।
শুক্রবার সেই নোটিশের জবাব এভাবেই জলপাইগুড়ির বামপন্থী শিক্ষকরা দিলেন অভিনব কায়দায়।
এদিন ১০ ই মার্চের ধর্মঘটে সামিল এবং শো কজ নোটিস পাওয়া শিক্ষক এবং শিক্ষিকারা জেলার বিভিন্ন সার্কেল অফিসে রীতিমত লাল আবির মেখে আন্দোলনের নৈতিক জয়ের যেমন ঘোষণা করেন পাশাপাশি আগামীতে এই আন্দোলনকে আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেন। এদিনের এই অকাল হোলির সঙ্গে নিজের শো কোজের জবাব দিতে আশা এক জলপাইগুড়ির প্রাথমিক শিক্ষক অনুপ ভৌমিক নিজেই জানালেন, আমার চাকরী জীবনের আর মাত্র ৬ টি দিন বাকী, সেই সময় এই শো কজের নোটিস হাতে পেয়ে আন্দোলনের প্রতি উৎসাহ আরও বেড়ে গেলো।
অপরদিকে বামপন্থী শিক্ষক সমিতি এ বি পি টি এর রাজ্য সহ-সভাপতি তথা জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা , জানান, গত ১০ ই মার্চ ডি এ সহ শূন্যে পদে স্বচ্ছ নিয়োগের এর মতো দাবীতে যৌথ মঞ্চের সদস্যরা ধর্মঘটে সামিল হয়েছিলো, আর এতেই রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি হয়েছে, শো কজ নোটিশ তারই প্রমাণ, তবে আমরা মনে করি সেই দিনের আন্দোলনে আমাদের নৈতিক জয় হয়েছে, তাই আজ আবির মেখে মিষ্টি মুখ করে বিজয় উৎসব পালন হলো। জেলার ১৮ টি সার্কেলে একইভাবে আবির খেলে শিক্ষকদের মিষ্টিমুখ করিয়ে মিছিল পথসভার মধ্য দিয়ে শাসক দল ও সরকারের ভীতি প্রদর্শনের চক্রান্তকে ধিক্কার জানিয়ে জানিয়ে লাইন দিয়ে শোকজ নোটিশের জবাব রিসিভ করান এবিপিটিএর সদস্যরা। তিনি আরো বলেন প্রাথমিক শিক্ষা সংসদ দের পরামর্শে তৃণমূল পন্থী প্রধান শিক্ষকরা আন্দোলনকারীর সংখ্যা কম করে দেখানোর চক্রান্ত করে অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্ট্রাইক করেননি বলে জানিয়ে অনেককে প্রেজেন্ট করে দিয়েছেন এই ভুল তথ্য সরকারি স্তরে পরিবেশন করারও প্রতিবাদ করেন এ বি পি টি এর সদস্যরা। অনেক জায়গায় শাসক দল ও শিক্ষা প্রশাসন শিক্ষকদের ধর্মঘটে বিরত থাকতে ভীতি প্রদর্শন করেছিলেন সবকিছুকে উপেক্ষা করে শিক্ষকরা ধর্মঘটে সামিল হয়েছেন আগামী দিনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই আরো জোরদার করার কথা জানান তিনি।