দেশ বিদেশ

বিশ্ব জল দিবসে জনগণের কাছে বার্তা ——বন্ধ হোক জলের অপচয়।


গোপা মুখার্জী :চিন্তন নিউজ:২২শে মার্চ:– কোভিড-১৯ ,মহামারী(Pandemic COVID -19 )এর জেরে সারা বিশ্ব আজ ভীত সন্ত্রস্ত । দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা । মারা পড়ছেন বহু মানুষ । ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জারি করেছেন ‘রেড অ্যালার্ট ‘। এই মারাত্মক করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি ।

শুধুমাত্র জনগণ কে সতর্ক থাকার কথা বলা হয়েছে ।সতর্কীকরণের প্রধান একটি পদক্ষেপ হল ঘন ঘন সাবান দিয়ে হাত ধোওয়া । আর এখানেই দেখা দিয়েছে একটি প্রশ্ন —যে এই হারে যদি সারা বিশ্ব জুড়ে জল খরচ হয় তাহলে অদূর ভবিষ্যতে দেখা দেবে তীব্র জল-সংকট যা সৃষ্টি করতে পারে আর এক মহামারীর । কাজেই জনগণের কাছে হিসাব করে জল খরচ করার জন্য আবেদন রাখা হচ্ছে । হিসাব করে মানে,যতটুকু প্রয়োজন তার বেশি নয় । এছাড়াও যে সমস্ত অ্যালকোহল সমৃদ্ধ প্রতিষেধক আছে সেগুলোর ব্যবহারে বেশি জোর দেওয়া ।জল সংরক্ষণ করে জীবন বাঁচানো আবশ্যিক কর্তব্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।