জেলা

সাইবার প্রতারণার শিকার – মিডিয়া কর্মী


নিজস্ব সংবাদদাতা:চিন্তন নিউজ:২৪শে জানুয়ারি:– সাইবার প্রতারণা চক্রের শিকার হ’লেন মিডিয়ায় কর্মরত অর্ণব আচার্য্য । তিনি অভিযোগ করেন একটি প্রতারক চক্র তাঁর ফোন বুক এ থাকা কেওয়াই সি সহ অন্যান্য পরিচিতি মোবাইল হ্যাক করে সংগ্রহ করে নেয় । এর পর থেকে অর্ণব বাবু বিভিন্ন মেসেজ পান যা দেখে তিনি অবাক হয়ে যান। তিনি না কি বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন, তা নির্দিষ্ট কিছু অ্যাপ এর মাধ্যমে পাঁচ গুন টাকা ফেরত দেবার কথাও বলা হয়।

অর্ণব বাবু জানান তিনি কোনো লোন নেননি। তিনি আশঙ্কা করছেন তাঁর ফোনে কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের প্রতারকরা টার্গেট করতে পারে। অপরিচিত নাম্বার থেকে ফোন এলে যেন ইন্টারনেটে নিজস্ব ডেটা অফ রাখেন বলে তিনি সকলকে অনুরোধ করেন।

ইতিমধ্যে সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়। বিশিষ্ট আইনজীবী ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিভাস চ্যাটার্জী সব রকম আইনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে তেলেঙ্গানা রাজ্য পুলিশ এই রকম প্রতারক চক্রকে গ্রেফতার করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।