জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংবাদ পরিক্রমা।


চিন্তন নিউজ:১০/০৩/২০২৩:– রিপোর্টার সুদীপ গড়াই।সোনারপুর উত্তর এরিয়া কমিটি উদ্যোগে আজ বিকাল সাড়ে পাঁচটা মিছিল শুরু হয় কমরেড অপুর্ব কুমার মণ্ডলের নেতৃত্বে দ্রব্য মূল্য বৃদ্ধি, প্রেট্রো পন্য মূল্য বৃদ্ধি, সরকারি কর্মচারীদের ডি এ না দেওয়া ও আগামী ১০ তারিখ সরকারি কর্মচারী ধর্মঘটের সমর্থনে এবং ত্রিপুরা ভোট পরবর্তী পরে খুন,সন্ত্রাস, বাড়ি, ঘর ,পুড়িয়ে দেওয়া তারেই প্রতিবাদে এলাকা প্ররিক্রমা করা হয় এলাকার সাধারণ মানুষের সমর্থন মধ্যেও দাগ কেটেছে আগামীদিনে আরও বৃহত্তম আন্দোলনে ডাক দেওয়া হবে ।।

রিপোর্টার অভিজিত ব্যানার্জী:- * বকেয়া মহার্ঘ ভাতা/মহার্ঘ রিলিফ প্রদান

  • স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে স্থায়ী নিয়োগ
  • অস্থায়ী কর্মীদের নিয়মিত করন
  • বিভাজনের রাজনীতি বন্ধ করে রাজ্যে গণতন্ত্রকে
    পুনঃপ্রতিষ্ঠার দাবীতে …….
    আজ রাজ্য সরকারী কর্মচারী যৌথমঞ্চ ও ১২জুলাই কমিটির ডাকে সারা রাজ্যব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো তারই সমর্থনে বারুইপুর এস.ডি.ও অফিসের বিপরীতে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালিত হয় সকাল ১১টা থেকে ২টো অবধি। এই অবস্থান বিক্ষোভে কর্মসূচীতে
    দঃ ২৪পরগণার বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।