জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর;


চিন্তন নিউজ;১০ই মার্চ;সংবাদদাতা সোনালী দত্ত দাঁ; সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কালনা শহর আঞ্চলিক কমিটির উদ‍্যোগে নারী দিবস পালিত হয়।পতাকা উত্তোলন করেন সংগঠণের কালনা শহর আঞ্চলিক কমিটির সভানেত্রী মিত্রা ঘোষ এবং উদ্বোধনী বক্তব্য রাখেন সম্পাদিকা মণিপ্রভা ভাদুড়ী।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বর্ষীয়াণ নেত্রী অঞ্জু কর।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠণের রাজ‍্য নেতৃত্ব জনা মুখার্জ্জী।সভাশেষে কালনা রাজবাড়ীর গেট থেকে ইলেকট্রিক সাপ্লাই অফিস পর্য‍্যন্ত গ‍্যাসের দামসহ নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের মূল‍্যবৃদ্ধি এবং কেন্দ্র ও রাজ‍্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে মহিলাদের একটি মিছিল সংগঠিত হয়।

কল্পনা গুপ্ত, ১০ মার্চ, ২০২৩ – বকেয়া সহ মহার্ঘ ভাতা প্রদান, স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যপদে নিয়োগ করা, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণ, রাজ্যে গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা করার দাবিতে ১০ মার্চ যৌথ সংগ্রামী মঞ্চের, নিখিলবঙ্গ শিক্ষক সমিত, প্রাথমিক শিক্ষক সংগঠন গুলির পক্ষ থেকে ডাকা ধর্মঘটে বিদ্যালয়গুলি কার্যত অচল হয়ে পরে। জেলার স্কুলগুলিতে ৮০% শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকা ধর্মঘটে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচীকে সফল করার জন্য বুদবুদ বাজার, মানকর স্টেশনে পথসভা হয়। ধর্মঘটের সমর্থনে মেমারি সমষ্টি উন্নয়ন অফিসের সামনে বক্তব্য রাখেন পীযুষ বিশ্বাস, কালু রায়, জয়দেব ঘোষ, অভিজিৎ কোঙার।

কেতু গ্ৰাম-১এরিয়ায় পালিটাতে ত্রিপুরার মানুষের উপর বিজেপির ভয়ঙ্কর আক্রমণ , রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য আবুল কাদের, এরিয়া সম্পাদক আনসারুল হক ।

আন্তর্জাতিক নারী দিবস
মূল‍্যবৃদ্ধির বিরুদ্ধে ও ত্রিপুরায় নির্বাচন পরবর্তী হিংসা, নৈরাজ্যের প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে আজ কাটোয়া শহরে মিছিল হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।