দেশ

কর্মী সংকোচন মারুতি সুজুকির


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৪ আগষ্ট: ভারতের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি জানিয়েছে, বিক্রিতে ভাটা পড়ায় অস্থায়ী কর্মী কমানো হয়েছে ৷ যার ফলে এশিয়ার তৃতীয় অর্থনীতিতে বেকারত্বের সমস্যা জটিল আকার নিচ্ছে৷ গাড়ি শিল্প বড় সংকটের মধ্যে থাকায় এই দশকের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷

মারুতি সংবাদ সংস্থা রয়টারকে ই-মেল করে জানিয়েছে , ৩০ জুন শেষ হওয়া গত ছয় মাসে গড়ে ১৮,৮৪৫ জন অস্থায়ী কর্মীকে কাজে লাগিয়েছে যা গত বছরের ওই সময়ের তুলনায় ৬ শতাংশ বা ১১৮১ জন কম ৷ সংস্থাটি জানিয়েছে, এপ্রিলের পর কর্মী সংকোচন ত্বরান্বিত হয়েছে৷ দুটি সূত্র থেকে খবর সংস্থাটি নতুন কর্মী আর নিচ্ছে না যতক্ষণ না এই মন্দা কাটে। এটাই প্রথম যেখানে এই সংস্থার কর্মী সংকোচনের কথা বলা হয়েছে ৷

এদিকে সিএমআইই রিপোর্ট অনুসারে ভারতে কর্মহীনতা ২০১৯ সালের জুলাইতে বেড়ে হয়েছে ৭.৫১ শতাংশ যেখানে এক বছর আগে ছিল ৫.৬৬৬ শতাংশ৷ যদিও এর মধ্যে ধরা হয়নি সমাজের প্রান্তিক মানুষদের, যারা দিন মজুর এবং যারা কখনও কর্মরত বা কখনও বেকার৷ অর্থনীতিবিদেরা জানিয়েছেন, সরকারের দেওয়া বেকারদের তথ্য ঠিকমতো বিশ্বাসযোগ্য নয়৷

এদিকে গাড়ি শিল্পে আগেই জানিয়েছে, গত ছয় মাসে উৎপাদন ১০.৩ শতাংশ কমানো হয়েছে৷ যেখানে মারুতির প্রতি সেকেণ্ডে উৎপাদন করা যাত্রীবাহী গাড়ি বিক্রি হয় ভারতে, সেখানে ২০১৮ সালের জুলাইয়ের সাপেক্ষে এই জুলাই মাসে বিক্রি ৩৩.৫ শতাংশ কমে ১০৯২৬৫টি হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।