চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ১৯ ডিসেম্বর: ভারতীয় ভাষা বাঙলার লেখক হিসেবে সাহিত্য একাদেমি পুরস্কার পেলেন প্রাবন্ধিক চিন্ময় গুহ। বাঙলা সহ মোট ২৩টি ভারতীয় ভাষায় তাঁদের সাহিত্য সৃষ্টির জন্য এবার পুরষ্কার প্রদান করা হোলো ২৩ জন লেখক ও সাহিত্যিককে। তার মধ্যে বাঙলা ভাষায় লেখা প্রবন্ধের বই ‘ঘুমের দরজা ঠেলে’ নামক অনবদ্য সৃষ্টির জন্যে একাডেমী পুরষ্কার পেলেন চিন্ময় গুহ। আজ ঐ সংস্থার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে। আগামী ২৫ শুধু ফেব্রুয়ারি দিল্লিতে প্রাপকদের হাতে ঐ পুরষ্কার গুলি তুলে দেওয়া হবে।
এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বহু পুরষ্কার তিনি লাভ করেছেন। তার মধ্যে রয়েছে বিদ্যাসাগর পুরষ্কার, লীলা রায় পুরষ্কার, ডিরোজিও দ্বিশতবার্ষিকী পুরষ্কার, পশ্চিমবঙ্গ বাঙলা একাডেমী পুরষ্কার প্রভৃতি। দীর্ঘদিন যুক্ত থেকেছেন ‘দেশ’ ও ‘বইয়ের দেশ’ পত্রিকা গুলির সম্পাদনার কাজে। প্রথিতযশা এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যপকের ফরাসি ভাষায় ব্যুৎপত্তির জন্যে ২০১০ ও ২০১৩ সালে পেয়েছেন ‘অর্ডার অব এ্যাকাডেমিক পাম’ এবং ‘অর্ডার অব আর্টস এন্ড লেটারস’ সম্মান। এবছর তিনি পেয়েছেন আরও একটা দূর্লভ পুরষ্কার, ফরাসী সরকারের দেওয়া শীর্ষ সম্মান ‘ন্যাশনাল অর্ডার অব মেরিট’।