চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ১৯ ডিসেম্বর: ভারতীয় ভাষা বাঙলার লেখক হিসেবে সাহিত্য একাদেমি পুরস্কার পেলেন প্রাবন্ধিক চিন্ময় গুহ। বাঙলা সহ মোট ২৩টি ভারতীয় ভাষায় তাঁদের সাহিত্য সৃষ্টির জন্য এবার পুরষ্কার প্রদান করা হোলো ২৩ জন লেখক ও সাহিত্যিককে। তার মধ্যে বাঙলা ভাষায় লেখা প্রবন্ধের বই ‘ঘুমের দরজা ঠেলে’ নামক অনবদ্য সৃষ্টির জন্যে একাডেমী পুরষ্কার পেলেন […]