কলমের খোঁচা

একদিকে ধান্দাবাজি অন্য দিকে মানুষের জন্য লড়াই , আপনি কোন দিকে


সুরজিৎ মাল,নিজস্ব প্রতিবেদন:চিন্তন নিউজ:২২শে ফেব্রুয়ারি:– -প্রকৃত লড়াই বামপন্থীদের ও ধর্মনিরপেক্ষ শক্তির সাথে সঙ্ঘ পরিবার নামক ভয়ঙ্কর শক্তির সাথে l এ লড়াই দীর্ঘমেয়াদী l সংঘের প্রাক স্বাধীনতা কাল থেকে ইচ্ছা বাংলার ভু-রাজনৈতিক ক্ষেত্রে বামপন্থী ধর্মনিরপেক্ষ শক্তি কে নিকেশ করে হিন্দু ফ্যাসিস্ট রাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়া l মমতা সঙ্ঘ পরিবারের শ্রেষ্ঠ আবিষ্কার l বামপন্থী শক্তি কে বাংলায় দুর্বল করতে আরএসএস প্রভূত সাহায্য করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সফলও হয়েছেন l

এই সময়কালে আরএসএস বহু গুন শক্তি বৃদ্ধি করেছে, সুবর্ণ সুযোগ হিসাবে। আরএসএস নেতৃত্ব সরাসরি ভোট রাজনীতি করেন না l কিন্তু ভোট রাজনীতিকে নিয়ন্ত্রন করেন পর্দার আড়ালে থেকে। তাই এরা বিজেপি নামক একটি রাজনৈতিক আবরণ ব্যবহার করে থাকেন। মমতা সংঘের চাহিদা মতন লুম্পেন সাপ্লাই করে বিজেপি নামক প্লাটফর্মকে সমৃদ্ধ করলেন l

জনমতকে প্রভাবিত করার জন্য আরএসএস মমতা বনাম বিজেপি নকল যুদ্ধের আয়োজন করেছে। যাতে বামপন্থীরা পুনরায় শক্তি সঞ্চয় না করতে পারে l

স্বাধীনতা আন্দোলনকে সাহায্যকারী সংবাদ সংস্থাও আরএসএসএর কাছে নতি স্বীকার করেছে l বামপন্থীদের জনবিচ্ছিন্ন করতে এই মিডিয়ার ভূমিকা বিশাল । দেশের বড়ো কর্পোরেটরা প্রায় সব মিডিয়াকে গ্রাস করে নিয়েছে। কর্পোরেট এর সাথে আরএসএস এর সম্পর্ক কেমন বলার প্রয়োজন নেই l

মিডিয়ার এই ফেক বাইনারি তৈরির প্রজেক্ট ও আরএসএস এর অপারেশনের অংশ । গত লোকসভা নির্বাচনে বামপন্থীদের জনমতে প্রভাব সৃষ্টিকারী ব্রিগেড সমাবেশকে প্রাইম টাইম থেকে উধাও করতে সংঘের নির্দেশে রাজীব কুমার গ্রেফতারি নাটক অনুষ্ঠিত হয়েছিল। এর প্রভাব আরএসএস এর দুই রাজনৈতিক সংগঠন তৃণমূল ও বিজেপি পেয়েছিলো l এক্ষেত্রে আরএসএস এর সামাজিক প্রযুক্তির রকৌশল সফল হয়েছে l

লোকসভার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে l রাজীব কুমার ভালো উন্নতি করেছেন l আবার ধীরে ধীরে বামপন্থীদের মিছিলে লোক বাড়ছে তাই আবার নতুন রাজীব কুমার চাই l আরএসএস সিবিআই কে নিয়ে এবং কর্পোরেট গোদি মিডিয়ার এই নোটিস নোটিস খেলা শুরু l উদেশ্য একটাই কিভাবে বামপন্থী কে উধাও করে জনমত কে তৃণমূল বনাম বিজেপি নকল যুদ্ধে বেঁধে রাখা । টোটাল রকৌশল আরএসএস এর l অভিনয় করছেন কতগুলো লম্পট বাঙালি আর স্বাধীন বাংলার লম্পট মিডিয়া l

বামপন্থীদের মূল কাজ হলো এই নকল তৃণমূল – বিজেপি যুদ্ধকে বেআব্রু করা। পারবেনই । বিজেমুলের প্রাণভোমড়া কিন্তু ওই নকল কুস্তি l মতামত ব্যক্তিগত l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।