জেলা

হাওড়ার টুকিটাকি।


চিন্তন নিউজ-২২শে ফেব্রুয়ারি:- বিকাশ মাখাল জানান- আগামী ২৮শে ফেব্রুয়ারী ব্রিগেড সমাবেশের সমর্থনে আজ কেশবপুর দমদমা শ্মশানধারে পথসভা সংঘটিত হয়। বক্তব্য রাখেন কমরেড চন্দ্রশেখর ঘোষ, কমরেড স্বপন মাখাল, কমরেড সৈকত ব্যানার্জী ও অন্যান্যরা।সভাপতিত্ব করেন কমরেড কামাল উদ্দিন।

নিজস্ব সংবাদদাতা: হাওড়া , ২১ ফেব্রুয়ারি – বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে বুঝতে বারে বারে কমিউনিস্ট ইস্তেহার অধ‍্যায়ন করার কথা বলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। রবিবার পার্টির হাওড়া জেলা দপ্তর অনিল বিশ্বাস ভবনে প্রগতিশীল পুস্তক কেন্দ্রের পক্ষ থেকে রেড বুক দিবস উপলক্ষে প্রসঙ্গ কমিউনিস্ট ম‍্যানিফেষ্টো বিষয়ে আলোচনা সভায় বক্তব‍্য রাখেন শ্রীদীপ ভট্টাচার্য। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক বিপ্লব মজুমদার। সভাপতিত্ব করেন শিবপ্রসাদ মুখার্জি । ২১শে ফেব্রুয়ারি আইপিটিএ বাউড়িয়া “মশাল” শাখা ও এবিপিটিএ,উলুবেড়িয়া পূর্বচক্র এর যৌথ উদ্যোগে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”উদযাপিত হলো।

সৌমেন বাগ জানাচ্ছেন- হাওড়ার বাউড়িয়া, সুরশ্রী সিনেমা হল প্রাঙ্গণে ২১শে স্মরণ, উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় ৩০ জন শিল্পী। মূল আলোচক ছিলেন:- অধ্যাপক রূপক জানা, শিক্ষিকা অদিতি ভৌমিক।

দীপক বিশ্বাস জানান, আন্দুলের কথাসরিৎ আবৃত্তি সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে আবৃত্তির মাধ্যমে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো গানে, কবিতায়, নানান কথায় স্মরণের মধ্যে দিয়ে। আয়োজনে বি,গার্ডেন গণনাট্য সংঘ প্রত্যাশা শাখা , লেখক শিল্পী সংঘ, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতিঅচিন্ত্য ঘোষাল


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।