জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ: শঙ্খশুভ্র চক্রবর্তীঃ- ৩০/০৩/২০২৩:- রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের উপর বঞ্চনার প্রতিবাদে আজ পার্টির মগরা- দিগসুই- সপ্তগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে দিগসুই হোয়েড়া পঞ্চায়েতের দিগসুই অঞ্চলে পথসভা অনুষ্ঠিত হয়।

দীপালী মন্ডলঃ-সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির ডাকে গোপালনগর জিপি তে পথসভায় বক্তব্য রাখেন আব্দুল হাই, কমরেড সুমন মাল, সৌমিত্র চট্টোপাধ্যায়, বাপ্পা চ্যাটার্জি সহ আরো অনেকে।

সুপর্না রায়ঃ-ডিওয়াইএফ‌আই হুগলী জেলা কমিটির আহ্বানে জেলা পরিষদ অভিযানে মিথ্যা মামলায় অভিযুক্ত ডিওয়াইএফ‌আই রাজ্য সভাপতি সহ বাকী সবাই জামিনে মুক্ত।

জয়দেব ঘোষঃ-১০০দিনের কাজ চালুর দাবিতে তারকেশ্বরের কুলতেঘরী থেকে কেশবচক পর্যন্ত গতকাল এক মিছিল সংগঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।