বর্ণালী ভট্টাচার্য: চিন্তন নিউজ:২৬শে লকডাউনে দেশজুড়ে দরিদ্র মানুষ রুজির অভাবে বিপন্ন এই পরিস্থিতিতে এক একটি রাজনৈতিক বা স্বেসেবী সংগঠনগুলি নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।” মানবিক প্রয়াস ” একটি অরাজনৈতিক স্বেছাসেবী সংগঠন। এ১ই সংগঠন সবসময় মানুষের সহায়তা করে থাকে। ‘মানবিক প্রয়াস’ এর পক্ষ থেকে করোনা সচেতনতায় আপাতত দার্জিলিং জেলার সমগ্র ফুলবাড়ী অঞ্চলজুড়ে হাতে লেখা পোস্টারিং এর কাজ চলছে।
ধাপে ধাপে বিভিন্ন এলাকায় যেখানে যেখানে সংগঠনের সদস্যরা আছে সে সমস্ত জায়গা জুড়ে নাগরিক সচেতনতার জন্য করোনা বিরোধী পোস্টার করা হবে।
এই সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক মিঠুন ভট্টাচার্য্যের সবার প্রতি আবেদন ধন্যবাদ এলাকার সমস্ত নাগরিককে ঘরে থাকুন সুস্থ থাকুন সরকারি নির্দেশিকা মেনে চলুন,