জেলা

কলকাতার টুকিটাকি–


চিন্তন নিউজ–কাকলি চ্যাটার্জি—-মানুষের জীবন বাঁচাতে খাদ্য-বস্ত্র-বাসস্থানের পাশাপাশি প্রয়োজন জীবনদায়ী ওষুধ। এই সেক্টরের সঙ্গে যুক্ত বামপন্থী সংগঠন ডব্লিউবিএমএসআর ইউ, এফএমআরএআই ২৬ শে নভেম্বরের ধর্মঘটের সমর্থনে কলকাতায় মিছিল ও পথসভা সংগঠিত করলো।

সিপিআই(এম) বেলেঘাটা ১ এরিয়া কমিটির অন্তর্ভুক্ত বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে ২৬ শে নভেম্বরের ধর্মঘটের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন মহিলা আন্দোলনের নেত্রী কনীনিকা ঘোষ।

সিটু অনুমোদিত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ২৬ শে নভেম্বর ধর্মঘটকে সমর্থন জানিয়ে এক মিছিলের আয়োজন করে মূল দপ্তরে।

শৌভিক ব্যানার্জি জানান আগামী ২৬শে নভেম্বর,সাত দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকেসাধারণ ধর্মঘটের সমর্থনে২৭ ও ৩৮নং ওয়ার্ডের গণসংগঠনগুলির ডাকে মানিকতলা বাজারের সামনে এবং সুখিয়া স্ট্রিটে পথসভা।

সংবাদদাতা- অচ্যুত চক্রবর্তী:-২৬শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে ঢাকুরিয়া ব্রীজের পাশে প্রকাশ্য কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদক দেবাঞ্জন চক্রবর্তী,সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু, এআইটিইউসি র নেতা প্রভুনাথ না, এআইসিসিটিইউ রাজ্য সভাপতি অতনু চক্রবর্তী, পশ্চিমবঙ্গ মহিলা সংঘের রাজ্য সম্পাদিকা সর্বানী ভট্টাচার্য, আইএনটিইউসি দ: কলকাতা সভাপতি ইমতিয়াজ আসরাফি এবং প্রতিবাদী কবিতা পাঠ করেন মন্দাক্রান্তা সেন। সভাপতিত্ব করেন সিআইটিইউ ঢাকুরিয়া আঞ্চলিক সমন্বয় কমিটির আহ্বায়ক অচ্যুত চক্রবর্তী। প্রকাশ্য কনভেনশন জনসভায় রূপান্তরিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।