জেলা

প্রয়াত দক্ষিণ দিনাজপুর কৃষক সভার জেলা কমিটির সদস‍্য কমরেড অমল রায়।


কমলেন্দু রায়: চিন্তন নিউজ:১১ই সেপ্টেম্বর:- প্রয়াত হলেন দক্ষিণ দিনাজপুর কৃষক সভার জেলা কমিটির সদস‍্য কমরেড অমল রায়। দীর্ঘদিন ধরে তিনি ক‍্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। আজ বালুরঘাট জেলা হাসপাতালে বিকেলে ৩টায় প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর ।

কমরেড অমল রায় ছিলেন হিলি থানা কমিটির প্রাক্তন সম্পাদক এবং তিনি সিপিআই(এম) পার্টির হিলি এরিয়া কমিটির অন‍্যতম সদস্যও ছিলেন। ১৯৭৬ সাল থেকে কৃষক সভার সঙ্গে যুক্ত ছিলেন। যুব সংগঠনের নেতৃত্বের দায়িত্বও পালন করেন। তিনি ১৯৮২ সালে পার্টি সদস্য পদ লাভ করেন। মৃত‍্যুকালে রেখে গেলেন স্ত্রী ও দুই পুত্রকে। তাঁর অকাল মৃত্যুতে পাঞ্জুল অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।