নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২০শে মার্চ:–আজ বেলা ১২.৪০ নাগাদ প্রয়াত হন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায় (PK Banerjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সংবাদসংস্থা পিটিআই সূত্রে তাঁর প্রয়াণের খবর জানা গেছে। বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন ময়দানের প্রিয় ‘পিকে’। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের টিম সর্বক্ষণ পিকে-র পর্যবেক্ষণে থাকলেও চিকিৎসায় ততটা সাড়া দিচ্ছিলেন না তিনি। বরং ক্রমশ মাল্টি অর্গ্যান ফেলিওয়ের দিকে যাচ্ছিলেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার।শ্বাসকষ্ট নিয়ে প্রায় মাস দেড়েক আগে হাসপাতালে ভর্তি হন পিকে। তাঁর পার্কিনসন, হার্টের সমস্যা ও স্মৃতি বিভ্রমও হচ্ছিল। এর সঙ্গে রয়েছে বয়সজনিত সমস্যাও।
ভারতের হয়ে তিনটি এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছেন পিকে। ১৯৫৮ সালে টোকিও, ১৯৬২ সালে জাকার্তা এবং ১৯৬৬ সালে ব্যাঙ্কক। ১৯৬২ সালের এশিয়াডে ফুটবলে ভারতের সোনা জয়ের পিছনে তিনি ছিলেন অন্যতম কারিগর। ১৯৫৬ সালে প্রথম বার মেলবোর্নে অলিম্পিক খেলেন। ১৯৬০ সালের রোম অলিম্পিকে তিনিই ছিলেন ভারতীয় টিমের ক্যাপ্টেন।কলকাতা ফুটবলে দাপিয়ে খেললেও কখনও মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা মহামেডানে খেলেননি প্রবাদপ্রতীম ফুটবলার। বরং তাঁর হাত ধরে ওই সময় কলকাতা ফুটবলে অন্যতম শক্তি হয়ে উঠেছিল ইস্টার্ন রেল। ১৯৫৮ সালের লিগে তিন প্রধানকে পিছনে চ্যাম্পিয়ন হয়েছিল পিকের টিম ইস্টার্ন রেলই। তিন প্রধানের বাইরে কলকাতা লিগ জয়ের পিকেদের সেই অনন্য রেকর্ড ২০১৯ সালের কলকাতা লিগে ভেঙেছে পিয়ারলেস।
২০০৫ সালে ফিফা তাঁকে শতাব্দীর সেরা ফুটবলারের সম্মান দিয়েছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাঁকে ইন্টারন্যাশনাল ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে সম্মান দিয়েছিল।
খেলা ছাড়ার পরও ফুটবলকে ছেড়ে থাকতে পারেননি পিকে। যে কারণে দ্রুত বেছে নেন কোচিংয়ের কেরিয়ার। ক্লাব কোচিংয়ে বড় সাফল্যের আগেই তিনি হয়েছিলেন জাতীয় টিমের কোচ। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে তিনি প্রথমবার দেশের কোচিং করান। টানা ১৪ বছর ছিলেন ভারতীয় টিমের কোচ।
কিংবদন্তি এই প্রাক্তন ফুটবলারের প্রয়াণে শোক ফুটবল দুনিয়ায়।চিন্তনের পক্ষ থেকে রইল তাঁর প্রতি গভীর শ্রদ্ধা।