মিতা দত্ত:চিন্তন নিউজ:২০শে মার্চ:–পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলার আয়োজনে আজ সকালে বহরমপুরের কান্দী বাসস্ট্যান্ডে করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করার কর্মসূচী করা হয়।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীদের জনগণের কাছে আবেদন সতর্ক থাকুন, ভয় পাবেন না, গুজব ছড়াবেন না। গোমূত্র, গোবর ব্যবহারের প্রতিবাদ করুন,
এই অপবিজ্ঞানের প্রচার যারা করছে তাদের জেলে ভরার দাবী জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ভিড় এড়িয়ে চলতে হবে, যতটা সম্ভব বাড়িতে থাকতে হবে, বার বার সাবান জলে হাত রগড়িয়ে ধুতে হবে , বাড়ির বাইরে স্যানিটাইজার হাতে মাখতে হবে, নিজে তৈরী করে কাগজের বা তিন স্তর সুতির ঘন বুনানির কাপড় দিয়ে মাস্ক বানিয়ে ভিড়ে বা জনবহুল এলাকায় ব্যবহার করুন। অসুস্থতা বোধ করলে ডাক্তার দেখান। এই সংক্রমণে অধিকাংশ মানুষই সুস্থ হয়ে যান, তাই ভয় না পেয়ে সতর্ক থাকুন।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা কর্মীরা আজ লিফলেট ও নিজেদের তৈরী স্যানিটাইজার ,বানানো খরচ মূল্যে মানুষের হাতে তুলে দেন।