সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৩১শে আগস্ট,২০২০:- আজ সোমবার সন্ধ্যা ৬:১৫ নাগাদ এই প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত হন। প্রনব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানান যে, তাঁর বাবা প্রনব মুখার্জি ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন।। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত শেষ যুদ্ধটা হেরে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি।। সংবাদ মাধ্যম জানিয়েছে যে দিল্লির সেনা হসপিটালে মাথায় আঘাত নিয়ে ভর্তি […]
নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৫ জুলাই: মুহূর্তে বাতিল হয়ে গেল চন্দ্রায়ন-২-এর অভিযান। গভীর রাতে শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল মহাকাশযানের। শেষ মুহূর্তে এই অভিযান বাতিল করা হয়। জানা যাচ্ছে শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটি পাওয়া যায় মহাকাশযানে। আর এরপরেই এই অভিযান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে কবে আবার এই অভিযান করা […]
শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ১০ জুন: আসামের তিনসুকিয়া জেলার বাঘজন গ্রামে অবস্থিত তৈলকূপে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো গোটা এলাকা। প্রাণ ভয়ে ভীত, আতঙ্কিত মানুষজন দ্রুত বিকল্প ব্যবস্থার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। খবরে প্রকাশ যে গত দু সপ্তাহ ধরে ঐ তৈলকূপটিতে লাগাতার গ্যাস নির্গত হচ্ছিল। তৈলকূপটির মালিক “অয়েল ইন্ডিয়া লিমিটেড”। ক্রমাগত গ্যাস নির্গত হওয়ার কারণে […]