দেশ

কেরল সরকারের অনন্য নজির


  • মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:২০শে মার্চ: করোনা ‘ভাইরাসে আক্রান্ত এখনও পর্যন্ত এদেশের প্রায় ১৯৬ জন। দেশের মধ্যে করোনা আক্রান্ত সবচেয়ে বেশী মহারাষ্ট্রে, তারপর কেরালা। সারাদেশেই সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্কুল, কলেজ বন্ধ করা হয়েছে, বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে। এমনকি মন্দির, মসজিদ, গির্জাও অনেক জায়গায় বন্ধ রাখা হয়েছে। সব রাজ্যেই সরকার তৎপর। কিন্তু অনন্য নজির তৈরি করলো কেরালা রাজ্য সরকার।
  • কুড়ি টাকায় খাবার এর দোকান,
  • সমস্ত সামাজিক কল্যাণ ভাতা দু’মাসের অগ্রিম
  • একমাসের খাদ্যদ্রব্য বাড়িতে পৌঁছে দেওয়া
  • এক মাসের নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়িতে পৌঁছে দেওয়া
  • পর্যাপ্ত জলের ব্যবস্থা করে দেওয়া
  • মাক্স এবং হাত ধোয়ার সামগ্রী রাজ্যের সমস্ত রাস্তা সহ প্রত্যেক নাগরিকের বাড়িতে ব্যবস্থা করে দেওয়া
  • করোনা মোকাবিলায় কুড়ি হাজার কোটি টাকার স্পেশাল ফান্ড বরাদ্দ
  • ইমার্জেন্সি মেডিকেল টিম তৈরি রাখা
  • রাজ্য পুলিশ ও প্রশাসনকে চব্বিশ ঘন্টা সজাগ থাকার নির্দেশ দেওয়া
  • অস্থায়ী বহু কন্ট্রোল রুম করে পরিস্থিতির নজর রাখা
    এবং আরো বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে
    দেশের প্রত্যেকটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে এরকম সব পদক্ষেপ গ্রহণ করে নাগরিকদেরকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে এগিয়ে আসেন তাহলে এই ভাইরাসের প্রকোপ ভারতবর্ষে অর্থনৈতিক ও শারীরিক প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।