দেশ

অর্থের লোভ দেখিয়ে স্থানীয় যুবককে নেপালি সাজিয়ে ভি ডি ও রেকর্ড !


মীরা দাস:চিন্তন নিউজ:১৯শে জুলাই:- বারানসীতে অর্থের লোভ দেখিয়ে স্থানীয় এক যুবককে নেপালি সাজিয়ে ভি ডি ও রেকর্ড করেছিল স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু সেনা এই চাঞ্চল্যকর ঘটনার দাবি করেছে স্থানীয় পুলিশ, এবং এই ভি ডি ও টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় শুক্রবার। ভি ডি ও টি তে দেখা যাচ্ছে যুবকটির মাথা কামানো ও তাতে কালি দিয়ে জয় শ্রী রাম লেখা, তাকে কিছু মানুষ নেপাল বিরোধী শ্লোগান দিতে বাধ্য করে। দেখ যাচ্ছে নেপালের প্রধান মন্ত্রী কে পি গুলির বিরুদ্ধেও শ্লোগান দিতে বাধ্য করে। ভারতে নেপালিদের জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য নেপালি ভাষায় ধন্যবাদ ও জানাতে দেখা যায় ঐ যুবককে। তদন্তে পুলিশ জানতে পারে ঐ যুবক নেপালের নাগরিক নন, যুবকটির জন্ম বারানসীতেই আধার কার্ড, ভোটার কার্ড যাচাই করে এই তথ্য জানা গেছে। যুবকটিকে ১০০০ টাকা দিয়ে, এই পুরো অভিনয় টি করায় বিশ্ব হিন্দু সেনা এই তথ্য দিয়েছে পুলিশ এবং আরও তথ্য সামনে এসেছে ,যুবকটি বাবা, মা দুজনেই সরকারী জল দপ্তরে কাজ করে এবং বারাণসীতে সরকারী কলোনীতে বসবাস তাদের। বৃহস্পতিবার বিশ্বহিন্দু সেনা আহ্বায়ক অরুন পাঠক সোশ্যাল মিডিয়ানতে ভি ডি ও প্রথম পোস্ট করেন, তিনি আর ও দাবি করেন যে যেন কোন নেপালিকে দেখলেই তাদের যেন মাথা ন্যাড়া করে ঐ ভাবে জয় শ্রী রাম লিখে দেওয়া হয়। নেপালের প্রধান মন্ত্রীর রামের বিরুদ্ধে কথা বলার সাহস আর না থাকে। এই ঘটনায় সারা দেশ জুড়ে তীব্র সমালোচনা র ঝড় ওঠে, এবং পুলিশ এখন এ পর্যন্ত গ্রেফতার করে। অরুণ পাঠককে। VDo record by


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।