মীরা দাস:চিন্তন নিউজ:১৯শে জুলাই:- বারানসীতে অর্থের লোভ দেখিয়ে স্থানীয় এক যুবককে নেপালি সাজিয়ে ভি ডি ও রেকর্ড করেছিল স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু সেনা এই চাঞ্চল্যকর ঘটনার দাবি করেছে স্থানীয় পুলিশ, এবং এই ভি ডি ও টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় শুক্রবার। ভি ডি ও টি তে দেখা যাচ্ছে যুবকটির মাথা কামানো ও তাতে কালি দিয়ে জয় শ্রী রাম লেখা, তাকে কিছু মানুষ নেপাল বিরোধী শ্লোগান দিতে বাধ্য করে। দেখ যাচ্ছে নেপালের প্রধান মন্ত্রী কে পি গুলির বিরুদ্ধেও শ্লোগান দিতে বাধ্য করে। ভারতে নেপালিদের জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য নেপালি ভাষায় ধন্যবাদ ও জানাতে দেখা যায় ঐ যুবককে। তদন্তে পুলিশ জানতে পারে ঐ যুবক নেপালের নাগরিক নন, যুবকটির জন্ম বারানসীতেই আধার কার্ড, ভোটার কার্ড যাচাই করে এই তথ্য জানা গেছে। যুবকটিকে ১০০০ টাকা দিয়ে, এই পুরো অভিনয় টি করায় বিশ্ব হিন্দু সেনা এই তথ্য দিয়েছে পুলিশ এবং আরও তথ্য সামনে এসেছে ,যুবকটি বাবা, মা দুজনেই সরকারী জল দপ্তরে কাজ করে এবং বারাণসীতে সরকারী কলোনীতে বসবাস তাদের। বৃহস্পতিবার বিশ্বহিন্দু সেনা আহ্বায়ক অরুন পাঠক সোশ্যাল মিডিয়ানতে ভি ডি ও প্রথম পোস্ট করেন, তিনি আর ও দাবি করেন যে যেন কোন নেপালিকে দেখলেই তাদের যেন মাথা ন্যাড়া করে ঐ ভাবে জয় শ্রী রাম লিখে দেওয়া হয়। নেপালের প্রধান মন্ত্রীর রামের বিরুদ্ধে কথা বলার সাহস আর না থাকে। এই ঘটনায় সারা দেশ জুড়ে তীব্র সমালোচনা র ঝড় ওঠে, এবং পুলিশ এখন এ পর্যন্ত গ্রেফতার করে। অরুণ পাঠককে। VDo record by
Related Articles
হুগলি জেলা,তথা বাংলা,তথা দেশের গর্ব সাঁতারু ঋজীশ বেরা।
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৯শে আগস্ট:—আন্তর্জাতিক সাঁতারে সুনাম অর্জন করলো হুগলী জেলার চুঁচুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোপা বেরা এবং সুবীর বেরার সন্তান ঋজীস বেরা। ঋজীশ বেরা হুগলী ব্রাঞ্চ স্কুলের নবম শ্রেণীর ছাত্র।। সাঁতারে দারুন সুনাম অর্জন করেছে এই ছেলেটি।। বয়স মাত্র চৌদ্দ বছর—–বাড়ি মহেশতলাতে।। ঋজীশ , মিশরের রাজধানী কায়রো শহরে ২৮ শে জুলাই থেকে ৪ ঠা […]
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র প্রেস বিবৃতিতে কেন্দ্রের মজুত খাদ্য ভাণ্ডার খুলে দেওয়ার দাবি।।
মল্লিকা গাঙ্গুলি:চিন্তন নিউজ:২৪শে মার্চ:- বর্তমান বিশ্ব এখন একই আতঙ্কের ছাতার তলায় দাঁড়িয়ে আছে। সেই আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-১৯। প্রথম, দ্বিতীয়, বা তৃতীয় সমগ্র দুনিয়া এখন কোরোনাতঙ্কে দিশাহারা। প্রত্যেকটি দেশ নিজ নিজ পদ্ধতিতে দেশরক্ষায় তৎপর। ভারতবর্ষ ও নিজের সাধ্যমত করোনা সংক্রমণ ঠেকাতে যথেষ্ট প্রয়াসী হলেও দেশের অর্থনীতি প্রায় থমকে যেতে বসেছে! পর্যটন, নির্মান, পরিবহনের […]
বেসরকারীকরনের পথ থেকে সরে এসে বিএসএনএল এবং এমটিএনএল কে সংযুক্তির পথে হাঁটতে চলেছে সরকার
চৈতালী নন্দী : চিন্তন নিউজ : ২৫শে অক্টোবর :-বিলগ্নিকরন রুখে দিয়ে এবার কর্মী সঙ্কোচনের বিরোধীতায় বিএসএনএল ইউনিয়ন।।বিভিন্ন বাম ইউনিয়নের চাপে শেষপর্যন্ত পিছু হটলো কেন্দ্রীয় সরকার।বেসরকারীকরনের পথ থেকে সরে এসে বিএসএনএল এবং এমটিএনএল কে সংযুক্তির পথে হাঁটতে চলেছে সরকার। এর ফলে বিপুল সংখ্যক কর্মী সঙ্কোচনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।কিন্তু এর পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। এই […]