দেশ বিদেশ

বামপন্থা দেশে দেশে (৮)


রঘুনাথ ভট্টাচার্য: চিন্তন নিউজ:—

এখন বলিভিয়া:–

১৫ই নভেম্বর,২০১৯ , বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে, বলিভিয়ায় প্রাক্তন রাষ্ট্রপতি ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যূত্থান ও তার সমর্থনে গঠিত অন্তর্বর্তী কালীন সরকারের বিরুদ্ধে আদিবাসিন্দা জনগণের ও কোকা পাতা সঙ্গ্রাহক দরিদ্র শ্রমিক ইউনিয়নের যৌথ আন্দোলন ক্রমশঃ প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কোচাবাম্বা, লা পাজ, এল অলটোর মত গুরুত্বপূর্ণ শহরগুলিতে বিক্ষুব্ধ বামপন্থী সমর্থকদের কিলোমিটার দীর্ঘ মিছিল রাস্তায় নেমে এসেছে। বহুসংখ্যক টুইটারে জানা যায় যে, বিক্ষোভ প্রদর্শনকারীরা
অতি দক্ষিণপন্থী আ্যনেজ-এর সরকারের সমর্থক সেনা-পুলিশের আক্রমণ প্রতিহত করতে বদ্ধপরিকর। নিরাপত্তারক্ষীদের গুলিতে এপর্যন্ত পাঁচ জন বিক্ষোভকারী শহিদ হয় কোচাবাম্বায়। কিন্তু বিক্ষোভ দমানো যায় নি।

স্বৈরাচারী অভ্যূত্থানপুষ্ট স্বঘোষিত একনায়ক আ্যনেজের অপসারণ দাবি করে আওয়াজ উঠেছে ,’ আ্যনেজ! তুমি এখনি পদত্যাগ কর।’ গত রবিবারের সশস্ত্র অগণতান্ত্রিক অভ্যূত্থান বামপন্থী জনসাধারণ কোনোমতেই মেনে নিতে পারেনি। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ইভো মোরালেসকেই রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায়। তারা প্রশ্ন করছে ‘ ওরা কি মনে করে যে দেশে কী চলছে, সেটা বুঝতে জনগণ অক্ষম !?’ শুক্রবার (১৫/১১)এই বিক্ষোভে হাজার হাজার মানুষের বিক্ষোভ শুধু একনায়ক আ্যনেজের পদত্যাগ দাবি করেই ক্ষান্ত হয়নি, তারা দাবি করেছে
অত্যাচারী আ্যনেজ অবিলম্বে দেশত্যাগ করুক।’ তাঁরা ঘোষণা করে, ‘ ইভো মোরালেস একজন সৎ ও জনদরদী দেশনেতা। বর্তমান দস্যু-সরকার এই দেশের সম্পদ লুণ্ঠন করে আমাদের মারতে চায়।’

কিছু অতি দক্ষিণপন্থী সমর্থক প্রতিক্রিয়াশীল প্রতিরোধ গড়ে
তুলতে চাইছে। আ্যনেজের ঘোষণা ,’ নির্বাচন দুর্নীতির
অভিযোগে অভিযুক্ত মোরালেসের উপযুক্ত বিচার হবে। ‘


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।