রাজ্য

টালা ব্রিজের পর শহরের আরো একটি ব্যস্ততম সেতু- বিজন সেতু সাময়িক বন্ধের আশংকায় ভুগছে।



কল্পনা গুপ্ত: চিন্তন নিউজ: ১৬ই নভেম্বর:–রুগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছিলো দুর্গাপূজার আগে টালা সেতুর। পরে এক বিশেষজ্ঞ দলের রিপোর্ট পেয়ে নবান্নের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে ভেঙে ফেলার কাজ শুরু হয় উত্তর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতুটির।

টালা সেতু বন্ধের মত এবার বিজন সেতু বন্ধের ভাবনা ছড়ালো। এটিও কলকাতার অন্যতম ব্যস্ত সেতু। সেতুটির স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে কলকাতা পুলিশ ও কেএমডিএ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। জানানো হয়েছে ২২ নভেম্বর থেকে তিন দিন সেতু বন্ধ রাখা হতে পারে।

তবে প্রশাসনের পক্ষে বিকল্প পথের কথা এখনও জানানো হয়নি। জনসাধরনের কথা ভেবে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা ও জানানো উচিৎ প্রশাসনের। ব্যস্ততম সেতুগুলি মেরামত করতেই হবে। কিন্তু ব্যস্ত জনজীবনকে অসুবিধায় না ফেলে সরকার যদি সেতু বন্ধের আগেই বিকল্প রাস্তার ব্যবস্থা করেন তাহলে জনমানসে এত ক্ষোভের সৃষ্টি হয় না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।