রাজ্য

পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে ডিটেনশন ক্যাম্প।


শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ১৬ই নভেম্বর:–. অসমে এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গেও ছড়িয়েছে এনআরসি আতঙ্ক। ঘরবাড়ি খোয়ানোর ভয়ে অনেকেই চিন্তান্বিত হয়ে পড়েছেন। এরই মধ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির খবর প্রকাশ্যে এল। খবরে প্রকাশ রাজ্যেদুটি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। এর জন্য প্রয়োজনীয় জমি ও চিহ্নিত করণ হয়ে গেছে। একটি হবে রাজারহাটে অপরটি বনগাঁয়।

এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই এনআরসি নিয়ে গুজব ছড়াতে থাকে। তবে রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দাবী করেছেন এই ক্যাম্পের সঙ্গে এনআরসির কোনো যোগ নেই। অযথা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেছেন বিদেশী বন্দীদের রাখার জন্যই ডিটেনশন ক্যাম্প তৈরী করা হচ্ছে।

তবে মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও রাজ্যবাসীর চিন্তা কিছুতেই দূরীভূত হচ্ছে না। কারণ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়েছিলেন এন আরসি আতঙ্ক থেকে নাগরিকদের রক্ষা করবেন এবং রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। একথার কোনো সত্যতা র‌ইল না। সরকারের মধ্যেই দুই মন্ত্রীর দু’রকম কথা, সাথে ডিটেনশন ক্যাম্প তৈরী কোন অশনিসংকেত??


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।