রাজ্য

দাবি দিবস সফল করার উদ্যোগে আজ কলকাতায় বিভিন্ন জায়গায় পথসভা


মহম্মদ হাসিব-চিন্তন নিউজ:১২ই সেপ্টেম্বর:- আগামী ১৫ই সেপ্টেম্বর দাবী দিবসে কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অবধি মিছিলের ডাক দিয়েছে এস এফ আই এবং ডি ওয়াই এফ আই সহ আটটি বাম ছাত্র যুব সংগঠন । নয়া শিক্ষানীতি বাতিল করার, শিক্ষার খরচ কমানোর এবং এই অতিমারির সময় বিকল্প হিসাবে স্পেশাল স্টিমুলাস প্যাকেজের দাবী সহ কলকাতা পৌর সংস্থায় ২৬০০০ শুন্যপদে স্থায়ী নিয়োগ, মাসে ছয় হাজার টাকা বেকার ভাতা এবং ছাঁটাই রুখতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবী সমুহ নিয়ে আগামী ১৫ তারিখ পথে নামবে বাম সংগঠনগুলি। এই কর্মসূচিকে সামনে রেখে কলকাতার নানান প্রান্তে পথসভার আয়োজন করে এস এফ আই, ডি ওয়াই এফ আই। আজ শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের উল্টোদিকে পথসভার আয়োজন করে এস এফ আই, ডি ওয়াই এফ আই শিয়ালদহ বউবাজার আঞ্চলিক কমিটি। প্রেসিডেন্সি কলেজের সামনে পথসভার আয়োজন করে এস এফ আই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট এবং বেলেঘাটায় ফুলবাগান মোড়ে পথসভার আয়োজন করে ডি ওয়াই এফ আই এবং এস এফ আই বেলেঘাটা ২ আঞ্চলিক কমিটি। এর আগেও মানিকতলা, কলেজ স্ট্রিট বাটা, রাজাবাজার, হাতিবাগান, পটুয়াতলা লেন সহ নানান যায়গায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। ডি ওয়াই এফ আই এর কলকাতা জেলা কমিটির সভাপতি তথা যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত বলেছেন, “আগামী ১৫ তারিখ সরকারকে হলুদ কার্ড দেখানো হবে, এবং একুশে লাল কার্ড দেখানো হবে।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।